নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড, দেশিয় বন্দুক ও গুলিসহ আরসা’র শীর্ষ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার হয়েছে; হত্যাসহ নানা অভিযোগে যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে এপিবিএন পুলিশ।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন ) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মো. আমির জাফর জানিয়েছেন, সোমবার মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৭ ব্লকে এ অভিযান চালানো হয়েছে।
গ্রেপ্তার সৈয়দুল আমিন (২৪) উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এল-১৮ ব্লকের মৃত ইউছুফ আলীর ছেলে।
এডিআইজি আমির জাফর বলেন, সোমবার মধ্যরাতে উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৭ ব্লকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা’র কতিপয় সদস্য অপরাধ সংঘটনের উদ্দ্যেশে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন সন্দেহজনক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
“ পরে গ্রেপ্তার ব্যক্তির সাথে থাকা ব্যাগ থেকে দেশিয় তৈরী ১ বন্দুক, ৪ টি কার্তুজ ও ১ টি হ্যান্ডগ্রেনেড পাওয়া যায়। “
এপিবিএন এর কর্মকর্তা বলেন, “ গ্রেপ্তার সৈয়দুল আমিন সশস্ত্র সংগঠন আরসা’র সক্রিয় শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৭ টি হত্যাসহ নানা অভিযোগে উখিয়া থানায় ৯ টি মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
এর আগে শনিবার ( ৯ নভেম্বর ) মধ্যরাতে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন মরাগাছ তলা এলাকা থেকে ৪ টি হ্যান্ডগ্রেনেড এবং সোমবার ভোরে ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লক থেকে ১ টি হ্যান্ডগ্রেনেড উদ্ধার করেছিল এপিবিএন পুলিশ।
এডিআইজি আমির জাফর জানান, গ্রেপ্তার সৈয়দুল আমিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…