নাফনদী থেকে ধরে নিয়ে যাওয়া ২০ জেলেকে ফেরত আনতে আলোচনা চলছে : বিজিবি

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় নৌকাসহ ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ২০ জেলে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মির হেফাজতে রয়েছে। তারা সেখানে ভাল আছেন এবং তাদের ফেরত আনতে আরাকান আর্মির সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ চলছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবি আশা করছেন দ্রুত সময়ের মধ্যে ২০ জেলৈকে ফেরত আনা সম্ভব হবে।

বুধবার বেলা ১২ টায় এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

এর আগে মঙ্গলবার বিকালে টেকনাফে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে এসব জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।

ধরে নিয়ে যাওয়া জেলেরা সকলেই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা।

এরা হলেন, মৃত সোলতান আহমেদের ছেলে মো. হাসিম (৩০), মোহাম্মদ আলমের ছেলে মো. হোছেন (২০), ইলিয়াসের ছেলে মহি উদ্দিন (২২), মো. ইউনুছের ছেলে এনায়েত উল্লাহ (৩২), হাসান শরীফের ছেলে আব্দুল শুক্কুর (৩৫), মৃত মোহাম্মদ ইউনুছের ছেলে নুর হাফেজ (২২), মৃদ মছন আলীর ছেলে মো. ইয়াছিন (৩০), আমির সাদুর ছেলে আবদুর রহিম (২৪), মৃত বাঁচা মিয়ার ছেলে হাসান আলি (৩৩), আবদুস শুক্কুরের ছেলে ওসমান গনি (৩০), আলি আহমদের ছেলে শাহ আলম (২২), শফি উল্লাহর ছেলে আসমত উল্লাহ (২০), নুরুল আলমের ছেলে আব্দুল শুক্কুর (২৬), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোছেন (১৭), মৃত নজির হোসেনের ছেলে আয়ুব খান (৩০), মৃত মোহাম্মদ ইউসুফের ছেলে নুর হোছন (২২), মৃত বশির আহমেদের ছেলে মো. বেলাল (১৮), মৃত নুর আমিনের ছেলে সলিম (২৭), মৃত জাকারিয়ার ছেলে আবদুল কাদের (২২) ও নাছির উদ্দিনের ছেলে ইবনে আমিন (৩৫)।

ঘটনার পরপরই সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম জানিয়েছিলেন, “মঙ্গলবার বিকালে ২ টি ইঞ্জিন চালিত নৌকা এবং ১৩ টি হস্তচালিত নৌকা যোগে নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় এই ২০ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। প্রতিটি নৌকায় এক থেকে দুইজন মিলে ছোট্ট জাল নিয়ে এসব জেলেরা মাছ ধরছিল। আরাকান আর্মির সদস্যরা বড় ট্রলার যোগে এসে অস্ত্রের মুখে এদের নিয়ে যাওয়া হয়েছে। ”

এ ব্যাপারে বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্টদের কাছে ঘটনার পরপরই মৌখিকভাবে অবহিত করা হয় বলে জানান, স্থানীয় এ ইউপি সদস্য।

এ নিয়ে টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, বিষয়টি জনপ্রতিনিধিসহ স্থানীয়দের কাছ থেকে অবহিত হয়েছেন। পরে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিজিবির সংশ্লিষ্টদের কাছে অবহিত করা হয়েছে।

বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে ঘটনাটি বিজিবির সংশ্লিষ্টরা অবহিত হয়েছেন। এরপরই মিয়ানমারের বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মির সাথে বিজিবি যোগাযোগ শুরু করে। ধরে নিয়ে যাওয়া জেলেরা আরাকান আর্মির হেফাজতে রয়েছে। তারা সেখানে ভাল আছেন। এসব জেলেদের ফেরত আনতে আরাকান আর্মির সাথে বিজিবি আলাপ-আলোচনা অব্যাহত রেখেছে। “

আলোচনার যে অগ্রগতি তাতে আশা করছেন দ্রুততর সময়ের মধ্যে ধরে যাওয়া বাংলাদেশি জেলেদের ফেরত আনা সম্ভব হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

nupa alam

Recent Posts

রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড, দেশিয় বন্দুক ও গুলিসহ আরসা’র সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড, দেশিয় বন্দুক ও গুলিসহ আরসা’র শীর্ষ এক সন্ত্রাসীকে…

17 hours ago

টেকনাফে আইস ও ইয়াবা সহ আটক ১

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টল মেথ আইস ও ৪৭৪০…

2 days ago

চকরিয়ায় সাবেক এমপি জাফর সহ ৭৩৬ জনের বিরুদ্ধে পৃথক দুই মামলা

চকরিয়া প্রতিবেদক : চকরিয়ার সাবেক সংসদ সদস্য জাফর আলম সহ ৩৩৬ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত…

2 days ago

সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষুধ সামগ্রী বিতরণ কোস্টগার্ডের

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা…

4 days ago

কক্সবাজারে ‘বাইসস’ এর সভা থেকে ১৯ ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা ( বাইসস) এর বৈঠক থেকে ১৯ জন…

4 days ago

টেকনাফে আইস ও ইয়াবা সহ আটক ২

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও…

5 days ago