নিজস্ব প্রতিবেদক : মহেশখালীতে দূর্বৃত্তদের গুলিতে মনির আহমেদ নামের চিংড়ি ঘেরের এক মালিক নিহত হয়েছেন।
শনিবার মধ্যরাতে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পাট্টছড়ি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান, মহেশখালী থানার ওসি কায়সার হামিদ।
নিহত মনির আহমদ (৫৫) মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পট্টছড়ি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ঘটনাস্থলের চিংড়ি ঘেরের মালিকানার অংশীদার এবং ঘের দেখভালের দায়িত্বে ছিলেন।
স্থানীয়দের বরাতে কায়সার হামিদ বলেন, রাতে বেশ কয়েকজন শ্রমিক চিংড়ি ঘেরে মাছ ধরছিলেন। ওই সময় একদল অস্ত্রধারী দূর্বৃত্ত ঘেরে আকস্মিক হামলা চালায়। এতে দূর্বৃত্তদের গুলিতে মনির আহমেদ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় দূর্বৃত্তরা বেশ কিছু পরিমান মাছ লুট করে নিয়ে যায় বলে জানান ওসি।
কায়সার জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…