চকরিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় সবজিখেত থেকে অজ্ঞাত পরিচয়ের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর দুইটার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীর চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছির আরাফাত।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছরের বেশী বলে তথ্য দিলেও নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, হত্যার পর লাশটি খোলা বিলের সবজিখেতে ফেলা রাখে দূর্বৃত্তরা। শরীরের আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিকে ছুরিকাঘাত ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সকাল পৌনে ৯টার দিকে স্থানীয় লোকজন খোলা বিলে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরনে কালো রঙের ফুলহাতা গেঞ্জি ও লুঙ্গি ছিল। পরে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল হকের নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন ।

এসআই ইমরুল হক বলেন, ‘অজ্ঞাতনামা ব্যক্তিটিকে এক দিন আগে হত্যা করা হয়। তাঁর চোখে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতে বিদ্যুতের শক দেওয়ার চিহ্নও রয়েছে। অন্য জায়গায় হত্যার পর খুনিরা লাশ এনে খোলা বিলে ফেলে রেখে গেছে বলে ধারণা করছেন তিনি।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছির আরাফাত বলেন, লাশটির পরিচয় না পাওয়ায় অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়। সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেন।

এরপর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

nupa alam

Recent Posts

ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক : রামুতে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় পথচারি এক বৃদ্ধ নিহত। মঙ্গলবার সকাল সাড়ে…

10 hours ago

আগ্নেয়াস্ত্র সহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরের খুরুশকুল থেকে ২টি দেশীয় তৈরী এলজি ও ৫ রাউন্ড কার্তুজ…

10 hours ago

বাফুফে এর টেকনিক্যাল সেন্টারের স্থান পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার অর্থায়নে কক্সবাজারে নির্মিতব্য বাফুফে এর টেকনিক্যাল সেন্টারের…

1 day ago

সেন্টমাটিন সৈকতে ভেসে এসেছে অজ্ঞাত যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের সেন্টমাটিনের সমুদ্র সৈকতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে এসেছে। তার আনুমানিক…

1 day ago

মেরিন ড্রাইভে মোটর সাইকেলের ধাক্কায় সার্ভেয়ার নিহত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে মেরিন ড্রাইভে কাজ করার সময় মোটর সাইকেলের ধাক্কায় এক সার্ভেয়ার নিহত…

1 day ago

সৈকত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে সমুদ্র সৈকত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।…

1 day ago