টেকনাফে স্কুল কর্মচারির মরদেহ উদ্ধার : পকেটে আত্মহত্যার চিরকুট

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে একটি স্কুলের অফিস সহকারির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পকেটে মিলেছে একটি ‘চিরকুট’। যা পড়ে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

সোমবার সকাল ১১ টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

মৃত উদ্ধার নুরুল আলম (৩৪) হোয়াইক্যং ইউনিয়নের নাছের পাড়ার আবু বক্করের ছেলে। সে খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারি হিসেবে কর্মরত ছিলেন।

স্কুল কর্তৃপক্ষ ও স্বজনদের বরাতে গিয়াস উদ্দিন বলেন, সকালে প্রতিদিনের মত বাড়ী থেকে স্কুলে যেতে বের হন নুরুল আলম। কিন্তু ৯ টার পরও স্কুলে দেখতে না পেয়ে শিক্ষকরা তার খোঁজ নিতে থাকেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা স্কুল ভবনের দ্বিতীয় দলীয় উঠার সিঁড়ির গ্রিল ভিতর থেকে তালাবদ্ধ দেখে শিক্ষকদের অবহিত করে। এতে দীর্ঘ সময় ধরে শিক্ষকরা ডাকাডাকির পরও কোন সাড়াশব্দ না পেয়ে গ্রিলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে দ্বিতীয় তলার একটি কক্ষের মেঝেতে গলায় প্যাঁচানো অর্ধছেঁড়া রশিসহ রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। “

ওসি বলেন, ঘটনাটি অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। এসময় তার শার্টের পকেটে একটি চিরকুট পাওয়া যায়। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ ধারণা, ফ্যানের সিলিংয়ের সাথে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছে। এক পর্যায়ে রশিটি ছিঁড়ে গেলে তিনি মেঝেতে পড়ে যায়। এতে সে রক্তাক্ত জখম হন। “

পুলিশের উদ্ধার চিরকুটের একটি কপি গণমাধ্যম কর্মিদের হাতে আসে।

চিরকুটে লিখা রয়েছে, “ আমার মৃত্যুর জন্য আমার পরিবার, আত্মীয়-স্বজন ও আমার স্কুল কর্তৃপক্ষের কেউ দায়ী নয়। শুধুমাত্র আমার চাকুরীতা (চাকুরিটা) হচ্ছে, আমার মৃত্যুর জন্য দায়ী। – ইতি- নুরুল আলম। “

কি কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে পুলিশ তা নিশ্চিত নয় জানিয়ে গিয়াস উদ্দিন বলেন, “ চিরকুটের লেখার সাথে বিভিন্ন সময়ে নুরুল আলমের লিখাগুলোর পর্যবেক্ষণ করে দেখা হয়েছে। এতে চিরকুটটির লিখার সাথে তার হাতের লেখার প্রাথমিকভাবে মিল পাওয়া গেছে। আর এটি চুড়ান্তভাবে পরীক্ষার পর নুরুল আলমের নিজ হাতে লিখা কিনা তা নিশ্চিত হওয়া যাবে। “

তিনি জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিকভাবে হতাশার কারণে এ ঘটনা ঘটেছে। তারপরও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

মৃতের ছোট বোনের জামাতা ও স্থানীয় সংবাদকর্মি হুমায়ুন রশিদ বলেন, স্কুলে চাকুরির পাশাপাশি নুরুল আলম পারিবারিকভাবে এতোটা অভাব অনটনে ছিলেন। এমনকি তার সাথে স্থানীয়ভাবে কারও সঙ্গে কোন ধরণের বিরোধও ছিল না। তার আত্মহত্যা নিয়ে তারাও হতবাক।

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান, ওসি গিয়াস উদ্দিন।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago