নিজস্ব প্রতিবেদক : আগামী ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের দ্বিতীয় ফেইজের কাজ শেষ হবে এবং ২০৩০ সাল থেকে বাণিজ্যিকভাবে মাদার ভেসেল জাহাজ চলাচল শুরু করবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিদর্শন শেষে সোমবার বিকেলে কক্সবাজার শহরের অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাখাওয়াত হোসেন বলেন, ইতোমধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের প্রথম ফেইজের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। আগামী ২০২৯ সালের মধ্যে দ্বিতীয় ফেইজের কাজ শেষ হবে। এরপর ২০৩০ সাল থেকে বাণিজ্যিকভাবে জাহাজ মাদার ভেসেল আসা-যাওয়া হবে। এখন চট্টগ্রাম বন্দরে সরাসরি মাদার যেতে পারেনা, কিন্তু এখানে সরাসরি মাদার ভেসেল আসবে। এর জন্য দু’টি লম্বা টার্মিনাল তৈরি করা হচ্ছে। একত্রে ৪টি মাদার ভেসেল এখানে ডিসচার্জ করতে পারবে।
এর আগে সকাল ১১টায় মাতারবাড়িতে কোল পাওয়ারের প্রশাসনিক সম্মেলন কক্ষে জাইকার প্রতিনিধি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সড়ক ও সওজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাসভায় অংশ নেন উপদেষ্টা।
আলোচনা সভায় মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের উন্নয়নকাজ ও পরিকল্পনা সম্পর্কে ভিডিও প্রজেক্টের মাধ্যমে প্রতিবেদন দেখে যথাসময়ে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি নির্দেশনা দেন।
পরে নৌবাহিনীর বোটের মাধ্যমে তাপ বিদ্যুৎ প্রকল্প, এসপিএম প্রকল্প, মাতারবাড়ী চ্যানেল ও ব্রেক ওয়াটার প্রকল্প পরিদর্শন করেন।
এর আগে রোববার বিকালে কক্সবাজার শহরে নির্মিতব্য লাইট হাউজ প্রকল্প পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ উপজেলার সাগর উপকূলবর্তী পাহাড়ী এলাকার গোপন আস্তানা থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দ্যেশে…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে একাধিক ছিনতাইয়ে জড়িত পেশাদার ১২ জন ছিনতাইকারিকে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফ নদীর মোহনা দিয়ে পাচারকালে বিপুল পরিমান নিত্যপণ্যসহ বহনকারি ট্রলার জব্দ…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের মোচনী রোহিঙ্গা ক্যাম্পে আগুনে শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা ভস্মিভূত এবং…
নিজস্ব প্রতিবেদক : চাষিদের স্বার্থ রক্ষা করে লবণ শিল্পের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্বয়ংসম্পূর্ণতা…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় বিয়ের ৮ মাসের মাথায় অতর্কিত শ্বশুর বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন…