নিজস্ব প্রতিবেদক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ওয়াসিমের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই। অন্তবর্তীকালীন সরকার পক্ষ থেকে আমরা সহমর্মিতা জানাচ্ছি। ইতিহাসের তার নাম স্বর্ণঅক্ষরে লিখা থাকবে এবং চিরকাল তার প্রতি কৃতজ্ঞ থাকবে। আমাদের গভমেন্ট জুলাই বিপ্লব নামে একটা ফাউন্ডেশন করেছে ওইখান থেকে আহত এবং যারা নিহত হয়েছে, তাদের পরিবারকে সহযোগিতা করে যাবে এবং আমাদের গভমেন্ট চলে যাওয়ার পরও এই ফাউন্ডেশন থাকবে।আল্লাহ কাছে ফরিয়াদ করি ওয়াসিমকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।’
তিনি বলেন, ওয়াসিম পরিবর্তনের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছে। আমরা তার প্রতি শ্রদ্ধাশীল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের সামাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও চট্টগ্রাম কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।
শনিবার (১৯ অক্টোবর ) দুপুরে পেকুয়া উপজেলা সদর ইউনিয়নে ৯ নং ওয়ার্ড মেহেরনামা বাজার পাড়া গ্রামে ওয়াসিম আকরামের বাড়িতে যান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব, এডিশনাল সচিব, জয়েন্ট সেক্রেটারি, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ওই সময় আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষে নগদ দুই লক্ষ টাকা অনুদান প্রদান করার পাশাপাশি সরকারের পক্ষ থেকে ত্রিশ লক্ষ টাকা প্রদান করা হবে বলে শহীদ ওয়াসিমের পিতাকে আশ্বস্ত করেন ধর্ম উপদেষ্টা।
পরিবারের সঙ্গে কুশলাদি বিনিময়ের ও ওয়াসিমের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
এ সময় শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম ও মাতা জোসনা বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে মেরিন ড্রাইভে উখিয়ায় ‘গাছের সাথে ধাক্কা লেগে’ মোটর সাইকেল আরোহী একজন…
নিজস্ব প্রতিবেদক : মহেশখালী দ্বীপের মোস্ট ওয়ান্টেড খ্যাত ‘জিয়া বাহিনী’র প্রধান জিয়াকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফনদীর মোহনা থেকে দুইটি…
নিজস্ব প্রতিবেদক : আবারও মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ঘিরে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ ভেসে আসছে…
নিজস্ব প্রতিবেদক : গেল ১০ নভেম্বর সকাল ৮ টায় মাদ্রাসায় যাওয়ার পথে কক্সবাজারের রামু উপজেলার…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জনকে আটক করেছে…