কক্সবাজারে আবারও পাঁচ দিনের বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক : যাত্রী চাহিদার প্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাঁচ দিনের বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

আগামী ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে বলে জানান, কক্সবাজার আইকনিক রেল স্ট্রেশনের স্টেশন কর্মকর্তা মো. গোলাম রব্বানী।

তিনি বলেন, “ নিয়মিত দুই জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে ২৩ অক্টোবর রাত ১১ টায় কক্সবাজারগামী প্রথম বিশেষ ট্রেনটি ছেড়ে পরদিন সকাল সাড়ে ৭ টায় কক্সবাজার পৌঁছাবে। ২৪ অক্টোবর দুপুর ১ টা ৪০ মিনিটের ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দ্যেশে রওনা দেবে। আর ট্রেনটি ঢাকা পৌঁছাবে রাত ১০ টায়। একইভাবে ২৫ ও ২৬ অক্টোবর রাত ১১ টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দ্যেশে যাত্রা করবে এই ট্রেনটি। যেটি ২৬ ও ২৭ অক্টোবর দুপুর ১ টা ৪০ মিনিটে ঢাকার উদ্দ্যেশে কক্সবাজার ছেড়ে যাবে।

গোলাম রব্বানী বলেন, মোট ১৮ টি কোচের বিশেষ এই ট্রেনটিতে আসন সংখ্যা ৬৩৪ টি। সাধারণ যাত্রীদের পাশাপাশি পর্যটকদের চাহিদার প্রেক্ষিতে এই বিশেষ ট্রেন সার্ভিসটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এতে কক্সবাজার যাতায়ত ও ভ্রমণকে নিরাপদ আর স্বাচ্ছন্দ্যময় করবে বলে মনে করেন তিনি।

এর আগে দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ৪ দিনের বিশেষ ট্রেন চলেছে। ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ছিল এই বিশেষ ট্রেন।

গত বছরের ১১ নভেম্বর উদ্বোধনের পর ১ ডিসেম্বর ‘কক্সবাজার এক্সপ্রেস’ এবং ১৪ জানুয়ারি ‘পর্যটক এক্সপ্রেস’ চলাচলের মধ্য দিয়ে কক্সবাজার-ঢাকা সরাসরি ট্রেনের যাত্রী পরিবহণ শুরু হয়। গত ৮ এপ্রিল চট্টগ্রাম-কক্সবাজারের জন্য চালু হয়ে ছিল স্পেশাল সার্ভিস। তা দুই মাসের মাথায় বন্ধ করা হয়। এরপর সমালোচনার মুখে ১২ জুন থেকে আরও সার্ভিসটি চালুর সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। যা জুলাই মাসের ১১ তারিখ পর্যন্ত চলেছে।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago