চকরিয়া কলেজের সাবেক ভিপি রুস্তম শাহরিয়ারের উপর সন্ত্রাসী হামলা

চকরিয়া প্রতিবেদক : চকরিয়ায় দোকান দখল করতে বাঁধা দেওয়ায় থানা পুলিশের সামনে চকরিয়া কলেজের সাবেক ভিপি রুস্তম শাহরিয়ারকে (৫৫) হামলা চালিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌরশহরের থানা রোড়ের ভরামুহুরী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত রুস্তম শাহরিয়ার বলেন, গত ১৫ বছর আগে ভারমুহুরী এলাকায় ৭ শতক জমি ক্রয় করে দোকান নির্মাণ করে ভোগদখলে আছি। ইতিপূর্বে ওই জমিসহ দোকান চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ভরামুহুরী এলাকার মো. সোহেল নামে এক ব্যক্তিকে বিক্রয় করে দখলে দিয়েছি।

গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর স্থানীয় কিছু দখলবাজচক্র ওই জমিতে তাদের জমি আছে দাবী করে দখলের চেষ্টা চালায়। সর্বশেষ বুধবার সকালে দোকান মালিক সোহেল দোকান খুলতে গেলে সন্ত্রাসীরা বাঁধা দেয়। এসময় সোহেল আমাকে ফোন করে বিষয়টি জানায়। ঘটনাস্থলে আমি পৌঁছামাত্র সন্ত্রাসীরা কিলঘুষি মেরে আমার উপর হামলা চালায়। একপর্যায়ে আমার শার্ট ছিড়ে ফেলে। তাদের হামলা থেকে বাঁচতে পুলিশের গাড়িতে উঠলে তারা সেখানে গিয়ে হামলা চালায়।

দোকানের মালিক মো. সোহেল বলেন, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফর আলম ও বিএনপি নেতা জাকারিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালায়।

চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাফর আলম কালু বলেন, এই দোকান নিয়ে পৌরসভায় বিচার চলমান রয়েছে। বিচার চলমান থাকায় দোকন না খোলার জন্য সোাহেলকে বলা হয়েছে।

এ বিষয়ে থানার এসআই জাকির হোসেন বলেন, দোকান নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বিকালে কাগজপত্র নিয়ে পক্ষদ্বয়কে থানায় আসতে বলা হয়েছে।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago