বিশেষ প্রতিবেদক : আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ মিমাংসা না করে জোর পূর্বক দখল করে রাখে পেকুয়া যুবলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের পরিবার। কিন্তু গেলো ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জমির বিরোধ মিমাংসাসহ কাগজপত্র নিয়ে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দ্বারস্থ হওয়া শুরু করেন স্থানীয় সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আরিফুল ইসলাম। এর পর থেকেই তাকে হত্যার পরিকল্পনা শুরু করে জাহাঙ্গীর গং। আর এতে আরিফের ভাড়াটিয়া হিসেবে সেখানে থাকার সুবাদে অপহরণের আগে অধ্যক্ষ আরিফুলের গতিবিধির ওপর নজরদারিও করতে ২ হাজার টাকায় ভাড়া করা হয় রুবেল খানকে। এরপর ২২ সেপ্টেম্বর একটি অনলাইন মিটিং এ সিদ্ধান্ত হয় আরিফকে অপহরণ করার।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১৫ এর অধিনায়ক লে: কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।
সাজ্জাদ হোসেন জানান, অপহরণের পর জাহাঙ্গীরের বাড়িতে তাকে রেখে টর্চার করা হয়। সেখানে তাকে বেঁধে রেখে তার মোবাইল নিয়ে রুবেল চলে যায় চট্টগ্রামে। সেখান থেকেই পরিবারের কাছে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়। ধারণা করা হচ্ছে অপহরণের এক সপ্তাহ পর তাকে জাহাঙ্গীর বাড়িতে হত্যা করে বাড়ির পার্শের একটা পুকুরে বস্তাবন্দি মরদেহটি ফেলে দেওয়া হয়। আরিফের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দ্বারা আঘাতের চিহ্নও রয়েছে।
মূলত জাহাঙ্গীর ও তার ভাই আজমগীর গং আর রুবেলের মধ্যে একটা সিন্ডিকেট হয়। তারা দুই ভাগে বিভক্ত হয়ে এ হত্যাকান্ড সংঘটিত করেছে।
তিনি বলেন, ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে র্যাব। পরে গেলো বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা এলাকা থেকে মো. রুবেল খানকে গ্রেপ্তার করে র্যাব।
পরে দেওয়া তথ্যের ভিত্তিতে মাছ ব্যবসায়ী সেজে শনিবার সন্ধ্যায় র্যাব ১৫ ও র্যাব ৭ এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম শহরের সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি এলাকায় বন্ধুর বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।
জাহাঙ্গীর আলম বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে হত্যা, জোরপূর্বক ভূমি দখল, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অগ্নিসংযোগ ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলো। জিজ্ঞাসাবাদে নৃশংস এই হত্যাকান্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে মেরিন ড্রাইভে উখিয়ায় ‘গাছের সাথে ধাক্কা লেগে’ মোটর সাইকেল আরোহী একজন…
নিজস্ব প্রতিবেদক : মহেশখালী দ্বীপের মোস্ট ওয়ান্টেড খ্যাত ‘জিয়া বাহিনী’র প্রধান জিয়াকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফনদীর মোহনা থেকে দুইটি…
নিজস্ব প্রতিবেদক : আবারও মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ঘিরে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ ভেসে আসছে…
নিজস্ব প্রতিবেদক : গেল ১০ নভেম্বর সকাল ৮ টায় মাদ্রাসায় যাওয়ার পথে কক্সবাজারের রামু উপজেলার…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জনকে আটক করেছে…