২০ লাখ টাকার মাছসহ ফিশিং ট্রলার লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সাগরে মাছ আহরণ শেষে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র আসলে একটি ফিশিং ট্রলার ভর্তি মাছসহ আপহনন করে লুট করেছে একদল দুর্বৃত্ত। যার নেতৃত্ব দেন পাহাড়তলী এলাকার মো. আরিফ। একই সঙ্গে আহরণকৃত ২০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যান আরিফের গ্যাংয়ের লোকজন। 

শুক্রবার বিকেলে এমন অভিযোগ করেছেন কক্সবাজারের বাসিন্দা ও ‘এফবি মাহমুদা’ নামে ফিশিং ট্রলারটির মালিক বোরহানুল হক। 

তার দাবি, ‘শহরের পাহাড়তলী এলাকার মৃত আব্দুল হাকিম মাঝির ছেলে মো. আরিফ (৩৮) আমার ট্রলারটি সাগরে যাবার সময় বাজার খরচ দিয়ে দেন। সেই টাকা আমি তাকে অক্টোবরের ৩ তারিখ পরিশোধ করে দিই। যার পর্যাপ্ত ডকুমেন্ট আমার কাছে রয়েছে এবং টাকা বুঝিয়ে দেয়ার একাধিক ছবিও রয়েছে। 

কিন্তু, শুক্রবার সকালে সরকার অনুমোধিত আমার নামীয় ট্রলারটি কক্সবাজার মৎস্য অবতরণ করলে আরিফ ও শাহজাহানের নেতৃত্বে ১০/১২ জন দুর্বৃত্ত এসে ট্রলার থেকে মাঝি-মাল্লাদের মারধর করে নামিয়ে দিয়ে ট্রলারটি নিয়ে যায়৷ একই সঙ্গে ট্রলারে আহরকৃত থাকা ২০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এখন পর্যন্ত আমার ট্রলারটি কোথায় আছে আমি জানি না। 

তিনি আরও দাবি করেন, ‘আমি লুটকৃত মাছ ও আমার ট্রলারটি ফেরত পেতে প্রশাসনের সহযোগীতা চাই। পাশাপাশি ইতিমধ্যে আমি বিষয়টি কক্সবাজার সদর মডেল থানা ও কক্সবাজার ‌র‍্যাব-১৫ এর অধিনায়ককে অভিযোগ দায়ের করেছি। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আরিফ বলেন, ‘ট্রলারটা বোরহানের সেটা ঠিকাছে। কিন্তু এটি সাগরে পাঠিয়েছি আমি। মাঝি-মাল্লাদের সঙ্গে যাবতীয় খরচ আমি বহন করেছি। ওরা আমাকে না জানিয়ে ট্রলারের মাছ বিক্রির চেষ্টা করেছে। তাই আমি ট্রলার সরিয়ে রেখেছি। আইনিভাবে আমি আমার পাওনা বুঝে পেলে তার বোট সে নিয়ে যাবে।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

1 month ago