নিজস্ব প্রতিবেদক : টেকনাফে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য শাহিন আকতার সহ আওয়ামীলীগের ৭৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার মোক্তার আহমদের ছেলে মো. রফিক বাদি হয়ে এই মামলাটি দায়ের করা হয়েছে। গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা, গুলি বর্ষণ করার অভিযোগে দায়ের করা মামলাটিতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪ শত জনকে।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মামলাটি নথিভূক্ত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলাটিতে সাবেক দুই সংসদ সদস্য সহ যে ৭৫ জনের নাম উল্লেখ করা হয়ে তারা সকলেই আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে। এজাহারে উল্লেখ থাকা অভিযুক্তদের মধ্যে রয়েছেন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর, হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, তাঁর ভাই ছাত্রলীগের সাবেক নেতা তারেক মাহমুদ রনি, শাহপরীরদ্বীপের আওয়ামীলীগের সভাপতি সোনা আলী, ছাত্রলীগের সাবেক নেতা আবদুল বাসের, টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা হাম জালাল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালাম, সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ডাঃ নুর মোহাম্মাদ গণি, বদির ভাই পৌরসভার সাবেক প্যানেল মেয়র মৌলভী মুজিবুর রহমান, টেকনাফ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সওয়ার আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফজল কবির, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, পেওর যুবলীগের সভািপতি রেজাউল করিম ধইল্যা, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, ছাত্রলীগৈর সাবেক নেতা মোস্তাক আহমদ, আনোয়ার আনু, টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এহেতাশামুল হক বাহাদুর, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…