নিজস্ব প্রতিবেদক : টেকনাফে মুক্তিপনের দাবিতে অপহৃত আটোরিকশা চালককে ১৯ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারি চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
অভিযানে গ্রেপ্তাররা হলেন, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকার আবুল খায়েরের ছেলে মো. তারেক হোসেন (২৮) এবং একই এলাকার কালা মিয়ার ছেলে সাহাব উদ্দিন (২৬)।
উদ্ধার হওয়া অপহৃত আটোরিকশা চালক আবু সিদ্দিক (২১) একই ইউনিয়নের পরানিয়াপাড়ার মো. হোছনের ছেলে।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, সোমবার (৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে আটোরিকশা চালক আবু সিদ্দিক তার আটোরিকশা নিয়ে কক্সবাজারের বাংলাবাজার এলাকায় আসেন। এই সময় বাংলাবাজার থেকে টেকনাফের মোচনী এলাকা পর্যন্ত যাওয়ার জন্য আটোরিকশা ভাড়া নেন সাহাব উদ্দিন ও ইয়াছিন আরাফাত নামের দুই জন। গাড়িটি নিয়ে মোচনী রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সামনে শুক্কুর মিয়ার ব্রিকফিল্ডের সামনে পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে ১০/১২ জন অপহরণকারী সদস্য গাড়ি সহ আবু সিদ্দিককে অপহরণ করে। এরপর আবু সিদ্দিকের ফোন থেকে বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না হয় আবু সিদ্দিককে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এব্যাপারে আবু সিদ্দিকের পিতা মো. হোছন বাদি হয়ে টেকনাফ থানায় মামলা করে।
ওসি জানান, মামলার সূত্র ধরে গোপন অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের বর্তমান অবস্থান শনাক্ত করে পুলিশের অভিযানিক টিম ভোরে নয়াপাড়া মোচনী রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে অীভযান চালায়। এসময় অপহৃতকে উদ্ধার করে দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…