নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খরুলিয়া তালিমুল কোরআন মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সদর উপজেলার খরুলিয়া এলাকায় আড়াই ঘন্টার বেশী সময় ধরে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় সাধারণ যাত্রীদের পাশাপাশি পর্যটকরা দুর্ভোগে পড়েছেন।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় মাদ্রাসাটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী শুরু করে।
অবরোধের কারণে খরুলিয়া ও বাংলাবাজার স্টেশন সহ উভয় পাশে দীর্ঘ ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে আটক পড়েছে শত শত গাড়ী। দীর্ঘ সময় ধরে অব্যাহত যানজটের কারণে সাধারণ যাত্রীদের পাশাপাশি ঘুরতে আসা পর্যটকরাও দুর্ভোগে পড়েছেন। তাদের অনেকে পায়ে হেঁটে নিজ গন্তব্যে রওনা দিয়েছেন।
আন্দোলনকার শিক্ষার্থীরা জানিয়েছেন, মাদ্রাসার সুপার আব্দুল্লাহ আল-আমিন দীর্ঘদিন ধরে নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িত রয়েছে। তার এসব অপকর্মের কারণে পাঠদানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানটি ধংসের পথে। এ নিয়ে শিক্ষার্থীরা গত এক মাস ধরে নানা কর্মসূচী পালন করছে। অতিদ্রুত মাদ্রাসাটির সুপারের পদত্যাগের দাবি তাদের।
এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর ঘটনাস্থল পরিদর্শনে গেছেন কক্সবাজার সদরের ইউএনও নিলুফা ইয়াসমিন চৌধুরী। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছেন পুলিশ সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
ইউএনও নিলুফা জানান, সড়ক অবরোধ তুলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনকারি শিক্ষার্থীদের সাথে আলাপ চলছে। তাদের দাবি-দাওয়া নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে দুপুর একটা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করছেন শিক্ষার্থীরা।
শহীদ উল্লাহ : লাইলা বেগম, যেন এক সংগ্রামি নারীর নাম। স্বামী কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরাতন…
এম জাহেদ চৌধুরী, চকরিয়া : চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের ঘুষ গ্রহণের…
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশেপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা…
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…