নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় লবণবাহী ট্রাক চাপায় এক প্রতিবন্ধির মৃত্যু হয়েছে।
রবিবার বিকাল ৩ টায় পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী স্টেশনে কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।
নিহত আব্দু সালাম (৪০) পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বকসুমুড়া এলাকার নুরুল আলমের ছেলে।
তিনি শারীরিক প্রতিবন্ধি এবং খুচড়া মরিচ ব্যবসায়ি ছিলেন।
স্থানীয়দের বরাতে সিরাজুল মোস্তফা বলেন, রোববার সকালে আব্দু সালাম বাড়ী থেকে পেকুয়া বাজারে মরিচ কিনতে যান। বিকালে তিনি মরিচ কিনে ফিরছিলেন। ফেরার সময় তিনি পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী স্টেশনে কলেজ গেইট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন।
এসময় চট্টগ্রামগামী লবণবাহী একটি ট্রাক আব্দু সালামকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে এসে তার ট্রাক চাকার নিচ থেকে ক্ষত-বিক্ষত মৃতদেহটি উদ্ধার করেছে।
ওসি বলেন, ঘটনার পরপরই দুর্ঘটনা কবলিত ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সিরাজুল মোস্তফা।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…