নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে চলমান দু’টি ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাবেদ এর আদালত এই স্থগিতাদেশ প্রদান করেন বলে জানান মামলার আসামি পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার।
এর আগে দুপুর ২ টার দিকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে আদালত প্রাঙ্গনে উপস্থিত হন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। এরপরই তাঁর আইনজীবীদের সঙ্গে আদালতে উপস্থিত হন।
এসময় সালাহউদ্দিন আহমদের নিযুক্ত আইনজীবীরা আদালতকে তাদের মক্কেলকে স্বশরীরে হাজিরা দেয়া থেকে অব্যাহতি দেয়ার আবেদন জানান।
পাশাপাশি তাদের মক্কেলকে দেশের একজন সম্মানিত নাগরিক উল্লেখ করে তৌহিদুল বলেন, ঘটনা ২০০১ সালে সংঘটিত হলেও চকরিয়া থানায় মামলা দায়ের করা হয় ২০০৭ সালে রাজনৈতিকভাবে হয়রানি করতেই সালাহউদ্দিন আহমদের নামে মামলা দুটি দায়ের করা হয়েছিল। এ কারণে মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন জানান।
“ শুনানি শেষে আদালত দুইটি মামলা বিচারিক কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছেন। “
আদালত থেকে বের হয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, “মাননীয় আদালত দীর্ঘ শুনানীতে আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন। আজ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিমন্ত্রী থাকা কালে মৎস্য ঘের লুটের অভিযোগ এনে চকরিয়া-পেকুয়া আসনের তৎকালীন সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে পৃথক চকরিয়া থানায় দুইটি মামলা দায়ের করেন জনৈক মাহামুদুল হক।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে মেরিন ড্রাইভে উখিয়ায় ‘গাছের সাথে ধাক্কা লেগে’ মোটর সাইকেল আরোহী একজন…
নিজস্ব প্রতিবেদক : মহেশখালী দ্বীপের মোস্ট ওয়ান্টেড খ্যাত ‘জিয়া বাহিনী’র প্রধান জিয়াকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফনদীর মোহনা থেকে দুইটি…
নিজস্ব প্রতিবেদক : আবারও মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ঘিরে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ ভেসে আসছে…
নিজস্ব প্রতিবেদক : গেল ১০ নভেম্বর সকাল ৮ টায় মাদ্রাসায় যাওয়ার পথে কক্সবাজারের রামু উপজেলার…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জনকে আটক করেছে…