ফয়সাল উদ্দিন রিপন, কুতুবদিয়া : কুতুবদিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যােগে সেবা সহজীকরণ ও হয়রানি রোধ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যান আবদুল হালিমের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের মেকানিক সোহেল রানার সঞ্চালনায় ওয়াটশন কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফরহাদ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নলকূপসহ অত্র দপ্তরের বিভিন্ন সেবা পেতে সরকারি ফি এ-চালান এর মাধ্যমে ব্যাংকে জমা নেওয়া হয়। এছাড়া আর কোন ধরনের অর্থিক লেনদেন করার সুযোগ নেই। অত্র দপ্তরের সকল সেবার সম্পূর্ণ খরচ বহন করে সরকার। এর মধ্যে অত্র দপ্তরের নাম ব্যবহার করে কেউ কোন ধরনের লেনদেন করলে এর দায়বার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিবে না এবং তিনি সকলের কাছে এ বিষয়ে সর্তক থাকতে অনুরোধ করেন। সেক্ষেত্রে উপকারভোগীদের কোন ধরনের সমস্যা থাকলে সরাসরি অফিসে গিয়ে অভিযোগ বক্সে অভিযোগ জমা দেওয়ার অনুরোধ করেন তিনি।
এছাড়া, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি মেম্বার যথাক্রমে প্যানেল চেয়ারম্যান-২ কলিম উল্লাহ,ফারুক, ইলিয়াস, শাহ-আলম, সংবাদকর্মী শাহেদুল ইসলাম মনির, আবুল কাশেম, উপকারভোগী মনির প্রমুখ।
এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী ও প্রায় শাতধিক উপকারভোগী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…