নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে বর্তমান ও সাবেক ৩ জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত ও সোমবার ভোরে কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়ন ও কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে এ অভিযান চালানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এর মধ্যে রবিবার রাতে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাবউদ্দিন সিকদারকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার ভোরে পিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল্লাহকে এবং কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজদৌল্লাহকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনীর সদস্যরা।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাবউদ্দিন সিকদারকে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। গত ১৮ জুলাই কক্সবাজার শহরের লালদিঘীর পাড় বৈষশম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এসময় গুলিতে মারা যান আহসান হাবীব নামের একজন তরুণ। ওই তরুণ বিআরবি ক্যাবলের কর্মচারি ছিলেন। এব্যাপারে তার পরিবারের পক্ষে দায়ের করা মামলার তদন্তে জড়িত থাকার তথ্য পাওয়ায় সাহাবউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে পাঠানো হচ্ছে।
তিনি জানান, পিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল্লাহও ১৮ জুলাই ঘটনায় জড়িত বলে তথ্য পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে যৌথ বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে।
অপরদিকে কুতুবদিয়া উত্তর ধুরুং ইউপি সাবেক চেয়ারম্যান সিরাজদৌল্লাহকে ১টি একনলা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এব্যাপারে কুতুবদিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…