নিজস্ব প্রতিবেদক : চিকিৎসক, নার্স সহ চিকিৎসা সেবা সংশ্লিষ্টদের নিরাপত্তা, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত সহ হামলাকারিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসের পর কক্সবাজারের চিকিৎসা সেবা স্বাভাবিক হয়েছে।
রবিবার বিকাল ৩ টা থেকে কর্মবিরতি প্রত্যাহার করে কক্সবাজার সদর হাসপাতালের ফিরেছেন সকল চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্ট। অন্যান্য বেসরকারি হাসপাতালেও চিকিৎসকরা প্রাইভেট চেম্বারে রোগির চিকিৎসা সেবা শুরু করেছেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশেকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, রবিবার সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, আন্দোলনরত চিকিৎসক, নার্স সহ অন্যান্যদের নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। বৈঠকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষে কক্সবাজার সদর হাসপাতাল, চিকিৎসক, নার্সদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে সকল প্রকার উদ্যোগ গ্রহণের আশ্বাস দেয়া হয়েছে। একই সঙ্গে ১০ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার সময় সিসিউতে কর্তব্যরত চিকিৎসকের মারধরে জড়িত চিহ্নিতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়ার কথা বলে হয়েছে। এর প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসা সেবা প্রদান শুরু হয়েছে।
তিনি বলেন, চিকিৎসকরা রোগিদের সর্বোচ্চ সেবা প্রদান করে থাকে। কোন রোগি মারা যাক এটা চাই না। জটিল রোগে আক্রান্ত হলে তাকে বাঁচানো কঠিন হয়ে যায়। এই পরিস্থিতিতে চিকিৎসা নিতে আসা রোগি ও স্বজনদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার সময় সিসিউতে ভর্তি থাকা কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার আবদুল আজিজ নামের এক রোগির মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ব্যথানাশক ইনজেকশন পুশ করার পরই তার মৃত্যু হয়। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতালের ভেতরেই ক্ষোভে ফেটে পড়েন তার স্বজনেরা। এক পর্যায়ে তারা কর্তব্যরত চিকিৎসক ডা. সজিব কাজিকে মারধর করা হয়। চালানো হয় ভাংচুর। বুধবার ১১ সেপ্টেম্বর সকাল থেকে চিকিৎসকে মারধর ও লাঞ্ছিত হওয়াকে কেন্দ্র করে কর্মবিরতি শুরু হয়। এর মধ্যে আহত চিকিৎসক বাদি হয়ে একটি মামলা হয়েছে। পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…