বৃষ্টির পানিবন্দি পর্যটন শহর : অর্ধ শত গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র শহর কক্সবাজার এখন পানিতে পানিতে সয়লাব। পর্যটন জোন কলাতলীর হোটেল মোটেল এলাকা, সৈকতের লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট, শহরের বাজারঘাটা, গোলদিঘীর পাড়, বৌদ্ধ মন্দির সড়ক, পাহাড়তলী, পেশকারপাড়া, সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া এখন পানিবন্দি রয়েছে। একই সঙ্গে বৃষ্টিতে প্লাবিত হয়েছে টেকনাফ-উখিয়ার অন্তত অর্ধ শত গ্রাম।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এতে পাহাড় ধসে আশংকা করা হচ্ছে।

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, টেকনাফে ২ দিনের ভারি বর্ষণে ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন অর্ধলাখ মানুষ। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় থেকে টানা বৃষ্টিতে টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর, বাহারছড়া শামলাপুর, সাবরাং ইউনিয়নের অনেক বাড়িঘরে পানি প্রবেশ করেছে।

উখিয়ার কুতুপালং এলাকার ইউপি সদস্য হেলাল উদ্দিন জানিয়েছেন, বৃষ্টি রোহিঙ্গা ক্যাম্প সহ উখিয়ার ২০ গ্রাম প্লাবিত হয়েছে।

কক্সবাজার শহরের গোলাদিঘীর পাড় এলাকার বাসিন্দা হিল্লোল দাস জানিয়েছেন, বৃষ্টিতে প্লাবিত হয়ে ব্যবসা প্রতিষ্ঠান, বসত ঘর প্লাবিত হয়েছে।

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ জানিয়েছেন, বৃষ্টিতে পর্যন্ত এলাকা সহ শহরের অনেক এলাকা পানিবন্দি রয়েছে। টেকনাফ-উখিয়ায়ও কিছু এলাকা প্লাবিত হয়েছে। পাহাড় ধসের আশংক মাইকিং করে ঝুঁকিপূর্ণ বসবাসকারিদের নিরাপদে আশ্রয় নিতে বলা হচ্ছে।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago