নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে তিন দফায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ১৫ হাজার কৃষকদের প্রণোদনা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অধিনে চলছে এই কার্যক্রম। কার্যক্রমের অধিনে ইতিমধ্যে ৮ হাজার কৃষককে নগদ ৮০ লাখ টাকা সহ ধানের বীজ ও সার প্রদান শেষ করা হয়েছে। অপর ৬৮০০ জন কৃষককে সহায়তা প্রদান শুরু হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপ পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, কক্সবাজার জুন, জুলাই এবং আগস্ট মাসে অতি বৃষ্টিতে বন্যার সৃষ্ট হয়। এতে জেলার ১৫ হাজার কৃষক নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ৮ হাজার কৃষককে প্রতি বিঘা প্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএসপি সার, ১০ কেজি এমওপি সার এবং বিকাশ বা নগদের মাধ্যমে এক হাজার করে টাকা প্রদান শেষ হয়েছে। এর মধ্যে চকরিয়া উপজেলায় ২৫০০ জন, পেকুয়ায় ২৫০০ জন, মহেশখালীতে ৬০০ জন, ঈদগাঁও তে ৭০০ জন, রামুতে ১০০০ জন, কক্সবাজার সদরে ৭০০ জন কৃষককে সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি জানান, ইতিমধ্য ৫ হাজার এবং ১৮০০ জনের পৃথক দুইটি তালিকা তৈরি হয়েছে। এর মধ্যে ৫ হাজার সবজি চাষীকে ৮ প্রকার উফশী প্রজাতের সবজীর বীজ, ১৮০০ জনকে গম, ভূট্টা, সরিষা, চীনাবাদাম ও ফেলনের বীজ ও সার প্রদান করা হবে। দ্রুত সময়ের মধ্যে শুরু হবে এই কার্যক্রম।
উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিজাম উদ্দিন জানিয়েছেন, প্রণোদনা পেয়ে মাঠের কৃষকদের মধ্যে একটু স্বস্তি ফিরেছে। কিছুটা হলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তা।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…