ফয়সাল উদ্দিন রিপন, কুতুবদিয়া : কুতুবদিয়া উপজেলা মাসিক সাধারণ সভা ও আইনশৃংখলা কমিটির সভা বৃহস্পতিবার (২৮মার্চ) সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মাসিক সাধারণ সভা ও ইউএনও (ভারপ্রাপ্ত) জজ মিত্র চাকমার সভাপতিত্বে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কানন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ তাহের, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আবদুল হালিম সিকদার, লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আলহাজ আজমগীর মাতবর, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান এস, কে,লিটন কুতুবী, সাংবাদিক সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল, কলেজ, মাদরাসার প্রধান,এনজিও কর্তাসহ সকলেই উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের দাপ্তরিক কাজে স্বচ্চতা ও নিয়মনীতিতে পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়। এছাড়াও সরকারি উন্নয়ন কাজে ঠিকাদার প্রতিষ্ঠান টেন্ডারের মাধ্যমে কাজ নিয়ে যথা সময়ে সমাপ্ত না করায় অসন্তোষ প্রকাশ করেছে সভা।
বিচ ম্যানেজমেন্ট কমিটি গঠন ও উপজেলা পরিষদের অর্থায়নে পর্যটকদের সৈকতে যাওয়া আসার রাস্তায় চলাচলে বেইলী ব্রীজ নির্মাণ করায় ধন্যবাদ জানান। আসন্ন ঈদের সময় বায়ু বিদ্যুৎ এলাকায় পর্যটকদের নিরাপত্তার জন্য আইনশৃংখলা বাহিনীর টহল জোরদার করার দাবী তুলেন স্থানীয় ইউপির চেয়ারম্যান। ঈদকে সামনে রেখে জলদস্যুরা সাগরে নির্বিচারে দস্যুতার কাজে নেমে পড়তে পারে। তাই নৌবাহিনী,কোস্ট গার্ড,পুলিশ বাহিনীকে সতর্ক থাকার জন্য সভায় অনুরোধ জানান।
নিজস্ব প্রতিবেদক : রামুতে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় পথচারি এক বৃদ্ধ নিহত। মঙ্গলবার সকাল সাড়ে…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরের খুরুশকুল থেকে ২টি দেশীয় তৈরী এলজি ও ৫ রাউন্ড কার্তুজ…
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার অর্থায়নে কক্সবাজারে নির্মিতব্য বাফুফে এর টেকনিক্যাল সেন্টারের…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের সেন্টমাটিনের সমুদ্র সৈকতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে এসেছে। তার আনুমানিক…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে মেরিন ড্রাইভে কাজ করার সময় মোটর সাইকেলের ধাক্কায় এক সার্ভেয়ার নিহত…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে সমুদ্র সৈকত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।…