নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের শিশুশিল্পী নুরে জান্নাতকে নিয়ে যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর এবার তার পাশে দাঁড়ালেন সমাজ কল্যান ও উন্নয়ন সংস্থা (স্কাস)।

মঙ্গলবার বিকেলে সংস্থাটির পক্ষ তার মায়ের কাছে নতুন ব্র্যান্ডের একটি হারমনিয়াম তুলে দেওয়া হয়। কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরান এ হারমনিয়ামটি তুলে দেন। 

এ সময় কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা, যমুনা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি এহসান আল কুতুবী উপস্থিত ছিলেন। 

এর আগে গত ২৫ জানুয়ারি ” গান গেয়ে চলছে জীবন, চতুর্থ শ্রেনীর নুরের সুরে ভাসছে কক্সবাজার সমুদ্র সৈকত” শিরোনামে একটি প্রতিবেদন যমুনা টেলিভিশনে প্রচার হয়। প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর নজরে আসলে তিনি খোঁজ খবর নিয়ে নুরকে পড়লেখা চালিয়ে যেতে মায়ের নামে ১০ লাখ টাকার একটি এফডিআর করে দেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলা শিল্পকলা একাডেমিতে তাকে ভর্তি করা হয়েছে। তার পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে একটি ঘরও।

স্কাস চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা। তিনি নুরে জান্নাতের জন্য যে উদ্যোগটি নিয়েছেন তা থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। তার মানবতামূলক কাজে অনুপ্রাণীত হয়ে আমিও ক্ষুদ্র পরিসরে নুরে জান্নাতের পাশে দাঁড়িয়েছি।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বলেন, নুরের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তাকে গান শেখার জন্য ইতোমধ্যে শিল্পকলা একাডেমিতে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে। তার পরিবারের জন্য একটি ঘরও বরাদ্দ দেওয়া হয়েছে। ঘরের কাজ শেষ হলে তাদের বুঝিয়ে দেওয়া হবে।

এ সময় তিনি নুরকে নিয়মিত পড়ালেখার পাশাপাশি গানের চর্চা চালিয়ে যেতে উৎসাহ দেন। 

nupa alam

Recent Posts

ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক : রামুতে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় পথচারি এক বৃদ্ধ নিহত। মঙ্গলবার সকাল সাড়ে…

11 hours ago

আগ্নেয়াস্ত্র সহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরের খুরুশকুল থেকে ২টি দেশীয় তৈরী এলজি ও ৫ রাউন্ড কার্তুজ…

11 hours ago

বাফুফে এর টেকনিক্যাল সেন্টারের স্থান পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার অর্থায়নে কক্সবাজারে নির্মিতব্য বাফুফে এর টেকনিক্যাল সেন্টারের…

1 day ago

সেন্টমাটিন সৈকতে ভেসে এসেছে অজ্ঞাত যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের সেন্টমাটিনের সমুদ্র সৈকতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে এসেছে। তার আনুমানিক…

1 day ago

মেরিন ড্রাইভে মোটর সাইকেলের ধাক্কায় সার্ভেয়ার নিহত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে মেরিন ড্রাইভে কাজ করার সময় মোটর সাইকেলের ধাক্কায় এক সার্ভেয়ার নিহত…

1 day ago

সৈকত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে সমুদ্র সৈকত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।…

1 day ago