নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের শিশুশিল্পী নুরে জান্নাতকে নিয়ে যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর এবার তার পাশে দাঁড়ালেন সমাজ কল্যান ও উন্নয়ন সংস্থা (স্কাস)।

মঙ্গলবার বিকেলে সংস্থাটির পক্ষ তার মায়ের কাছে নতুন ব্র্যান্ডের একটি হারমনিয়াম তুলে দেওয়া হয়। কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরান এ হারমনিয়ামটি তুলে দেন। 

এ সময় কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা, যমুনা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি এহসান আল কুতুবী উপস্থিত ছিলেন। 

এর আগে গত ২৫ জানুয়ারি ” গান গেয়ে চলছে জীবন, চতুর্থ শ্রেনীর নুরের সুরে ভাসছে কক্সবাজার সমুদ্র সৈকত” শিরোনামে একটি প্রতিবেদন যমুনা টেলিভিশনে প্রচার হয়। প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর নজরে আসলে তিনি খোঁজ খবর নিয়ে নুরকে পড়লেখা চালিয়ে যেতে মায়ের নামে ১০ লাখ টাকার একটি এফডিআর করে দেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলা শিল্পকলা একাডেমিতে তাকে ভর্তি করা হয়েছে। তার পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে একটি ঘরও।

স্কাস চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা। তিনি নুরে জান্নাতের জন্য যে উদ্যোগটি নিয়েছেন তা থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। তার মানবতামূলক কাজে অনুপ্রাণীত হয়ে আমিও ক্ষুদ্র পরিসরে নুরে জান্নাতের পাশে দাঁড়িয়েছি।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বলেন, নুরের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তাকে গান শেখার জন্য ইতোমধ্যে শিল্পকলা একাডেমিতে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে। তার পরিবারের জন্য একটি ঘরও বরাদ্দ দেওয়া হয়েছে। ঘরের কাজ শেষ হলে তাদের বুঝিয়ে দেওয়া হবে।

এ সময় তিনি নুরকে নিয়মিত পড়ালেখার পাশাপাশি গানের চর্চা চালিয়ে যেতে উৎসাহ দেন। 

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

1 month ago