একমাসে ৭ লাখ ৬৪ ইয়াবা ও দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস সহ ১৫ জনকে আটক করেছে বিজিবি ও পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের মধ্যেও আসছে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইসের মতো ভয়াবহ মাদক। গত ১ মাসে মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত তীব্র হলেও এই সময়ের মধ্যে ৭ লাখ ৬৪ হাজার ৯০০ ইয়াবা, দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে সীমান্তরক্ষী বিজিবি ও পুলিশ। এসব ঘটনায় আটক করা হয়েছে ১৫ পাচারকারিকেও।

এর মধ্যে সর্বশেষ শুক্রবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকা থেকে ১ লাখ ইয়াব াসহ মো. উসমান নামে (৩৪) একজনকে আটক করেছে বিজিবি।

আটক উসমান সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার আব্দুল মাবুদের ছেলে।

বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে গোপন তথ্যের ভিত্তিতে কাটাবুনিয়া সাগর সংলগ্ন উপকুলে অভিযান চালানো হয়। অভিযানে দু’টি প্লাস্টিকের ব্যাগের থাকা ১ লাখ ইয়াবা সহ একজনকে আটক করা হয়। এব্যাপারে মামলা করে আটককে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবির এক তথ্য বিবরণীতে দেখা গেছে, ৬ ফেব্রæয়ারি ৬৪ হাজার ৬০০ ইয়াবা, ৯ ফেব্রæয়ারি ৩ লাখ ইয়াবা ও দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস, ১২ ফেব্রæয়ারি ১ লাখ ইয়াবা, ১৪ ফেব্রæয়ারি ৬০ হাজার, ১৭ ফেব্রæয়ারি ১০ হাজার ইয়াবা, ১ ফেব্রæয়ারি ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে। এসব অভিযান আটক হয়েছে ৫ জন।

অপর দিকে টেকনাফ থানার এক বিবরণীতে দেখা যায়, পুলিশ ৭ ফেব্রæƒয়ারি ১৫ হাজার ইয়াবা সহ ১ জন, ২১ ফেব্রæয়ারি ১ লাখ ১৮ হাজার ইয়বা সহ ২ জন, ২২ ফেব্রæয়ারি ৩ শত ইয়াবা সহ ৫ জন ও ২৮ ফেব্রæয়ারি ১ হাজার ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে।

বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিজিবি সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে সর্বোচ্চ সর্তক রয়েছে। ফলে মাদক রোধে কার্যকর অভিযান চলমান রয়েছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে নানা কৌশলে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস পাচার হয়ে আসা দীর্ঘদিনের। যার পেছনে পৃষ্ঠপোষকতায় বারবার নাম আসে মিয়ানমার সরকারের জান্তা বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বিজিপির। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একাধিক তালিকায় বলা হয়েছে, মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপির অধিনেই ইয়াবা সহ অন্যান্য মাদক বেচা-বিক্রি হয়ে আসছে।
কিন্তু গত ১ ফেব্রæয়ারি থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলে তুমুল লড়াই। গোলাগুলি, মর্টারশেলের গোলাবর্ষণ ও হেলিকপ্টার থেকে গোলা ছোঁড়ার মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী বিজিপিকে হটিয়ে ঘাঁটিগুলো দখলে নিয়েছে স্বাধীনতাকামি গোষ্ঠী আরাকান আর্মি। এখন ঘাঁটিগুলোতে শক্ত অবস্থানে রয়েছে আরাকান আর্মির সদস্যরা। কিন্তু তারপরও মাদক দ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারে উদ্বিগ্ন জনপ্রতিনিধি ও সচেতন মহল।

এমন পরিস্থিতিতে সীমান্তের উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমারের জান্তা বাহিনী ও বিজিপির পৃষ্ঠপোষকতায় মাদকের গডফাদাররা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করতো মাদকদ্রব্য ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস।

এ জনপ্রতিনিধির প্রশ্ন এখন আরাকান আর্মিও কি সিন্ডিকেট করে সীমান্তে দিয়ে বাংলাদেশে মাদক পাচার করছে? তা না হলে সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধ হচ্ছে না কেন?

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, এখন মাদকের নতুন চ্যালেঞ্চ তৈরি হয়েছে। সীমান্তের এই সংঘাত পরিস্থিতিতে আরাকান আর্মির ভ‚মিকা পরিষ্কার না। এখন মাদকের চালান প্রবেশ অনেক বেশি চিন্তার।

তবে এর জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী মাদকপাচার প্রতিহতে সবাই একযোগে কাজ করছেন বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি।

তিনি বলেন, সীমান্তে বিজিবি রয়েছে। এর বাইরে পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড কাজ করছে। মাদক রোধে সকলেই সর্তক।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

4 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

4 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

1 month ago