নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে সোমবার বিকাল ৪ টার পর থেকে আর কোন বিকট বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়নি। তবে এরপরও শংকিত রয়েছেন সীমান্তের মানুষ। তাদের দাবি, কখন আবার বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙ্গে যায় তার কোন নিশ্চয়তা নেই। এ পরিস্থিতির মধ্যে বুধবার টানা ২৩ দিন পর ঘুমধুম সীমান্তের ৫ টি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে শ্রেনী কার্যক্রম।
সর্বশেষ সোমবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত থেমে থেমে মর্টার শেল ও গোলাগুলির বিকট শব্দ শোনেছেন সীমান্তের হোয়াইক্যং উনচিপ্রাং সীমান্তের মানুষ। এসময় মিয়ানমারের অভ্যন্তরের আগুনের কালো ধোঁয়াও দেখেছেন তাঁরা। এরপর থেকে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত আর কোন শব্দ শোনা যায়নি।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী জানিয়েছেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। এখন বিস্ফোরণ বা গোলাগুলি শব্দ নেই।
কিন্তু পরও সীমান্তের লোকজন শংকায় রয়েছেন। এখনও বন্ধ আছে টেকনাফের নাফনদী সংলগ্ন চিংড়ি ঘেরের আনা গোনা।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার চিংড়িচাষী শাহীন শাহজাহান জানান, সোমবার বিকালের পর থেকে সীমান্তের ওপারের পরিস্থিতি স্বাভাবিক। তবে এখনও নাফনদীর নিকটে থাকা ঘেরে যেতে সাহস পাচ্ছে না শ্রমিকরা। কখন আবার শব্দ শুনা যায় তার কোন হিসাব নেই।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, সর্বশেষ শনিবার গোলাগুলির শব্দ শোনা গেলেও এখন আর নেই। তারপরও লোকজনের মন থেকে আতঙ্ক যাচ্ছে না।
উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, এক মাস ধরে ওপারে গোলাগুলি-মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটেই চলেছে। গোলাগুলি কখন বন্ধ হয়, কখন শুরু হয় বলা যাচ্ছে না। ফলে সীমান্তের চিংড়ি ঘেরে যাওয়া বন্ধ আছে। তাদের মনে শংকা কাটছে না।
রাখাইন পরিস্থিতি পর্যবেক্ষণ ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যদের তৎপর রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।
এদিকে টানা ২৩ দিন পর বুধবার (২৮ ফেব্রুয়ারি) থেকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাময়িক ভাবে বন্ধ থাকা পাঁচটি সরকারী প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘুমধুম সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে সাময়িক বন্ধ থাকা পাঁচটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার থেকে নিয়মিতভাবে ক্লাস চলবে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…