মিয়ানমার সংঘাত : তিন দিন পর আবারও বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতে জের ধরে গত ৩ দিন বাংলাদেশ সীমান্তে কোন বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। কিন্তু শুক্রবার দুপুরে ও বিকালে আবারও শোনা গেছে বিস্ফোরণের শব্দ।

এর মধ্যে শুক্রবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং সীমান্তের নাফনদীর ওপারে টানা এক ঘন্টা গোলাগুলির শব্দ শোনা গেছে। অপরদিকে, বিকাল ৫ টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ারর পূর্বে পাশে মিয়ানমারের পরপর তিনটি মর্টার শেলের বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে শাহপরীর দ্বীপ।

সীমান্তের সংশ্লিষ্ট জরনপ্রতিনিধি ও স্থায়ী বাসিন্দারা এসব তথ্য জানিয়েছেন।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলম বলেন, শুক্রবার জুমার নামাজের আগ পর্যন্ত থেমে থেমে খারাংখালী সীমান্তে গোলাগুলি শব্দ পাওয়া গেছে। ফলে সীমান্তের কাছাকাছি চিংড়ির খামার থাকা লোকজন ভয়ে পালিয়ে এসেছেন। তবে আগের তুলনায় গোলার শব্দ অনেকটা কমে গেছে।

চিংড়ি ঘের মালিক শাহীন শাহজাহান বলেন, নাফনদীর ওপারে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের গ্রুপের লোকজন সেখানে আত্মগোপনে রয়েছে। ধারণা করার হচ্ছে শুক্রবার সকালে মিয়ানমারের ওপার থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে সেগুলো তাদের মধ্যে ঘটনা হবে পারে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপির) চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী বলেন, টানা কয়েকদিন শান্ত ছিল সীমান্ত। শুক্রবার দুপুরে খারাংখালী সীমান্তে নাফ নদীর ওপাড়ে গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ শুনছেন স্থানীয় লোকজন। তারা বিষয়টি আমাকে জানালে আমিও ইউএনও সাহেবকে অবহিত করেছি।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন থেকে গত টানা তিন দিন ধরে কোনো ধরনের গোলাগুলি ও বিস্ফোরণে বিকট শব্দ আর শোনা যায়নি। শুক্রবার বিকেল ৫ টার দিকে নাফনদীর পূব পাশের মিয়ানমারের মংড়ু শহরে নলবন্ন্যা গ্রামে পর পর তিনটি মটার সেলের বিকট শব্দ কেঁপে উঠেছে শাহ পরীর দ্বীপ। তবে এখনও সীমান্তবাসীদের পুরোপুরি আতঙ্ক কাটেনি।

শাহপরীর দ্বীপ মিস্ত্রীপাড়ার ব্যবসায়ী মোহাম্মদ আমিন বলেন, গত সোমবার সন্ধ্যার পর থেকে শুক্রবার বিকেল সাড়ে চার টার পর্যন্ত ওপারের মিয়ানমারের গোলাগুলি ও ভারী অস্ত্রের বিকট শব্দের আওয়াজ শোনা যায়নি। এতে কয়েকদিনের অশান্ত পরিবেশ ও ভয়ভীতি অনেকটা কেটে উঠছিল। এমন সময় বিকেল পাঁচটার দিকে একের পর একটি বিকট শব্দে কেঁপে উঠেছে শাহপরীর দ্বীপ। এতে করে সীমান্তে বসবাসকারি মানুষগুলো আতঙ্কে গ্রস্থ হয়ে পড়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, গত সোমবার সন্ধ্যার পর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। এসময়ে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে দুপুর বাড়োর সঙ্গে সঙ্গে হোয়াইক্যং ও বিকেলে শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে বিকট শব্দ শোনা গেছে।

তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতময় পরিস্থিতির কারণে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। সীমান্তে বসবাসরত মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago