নিজস্ব প্রতিবেদক : টেকনাফে পৃথক অভিযানে ১ লাখ ১৮ হাজার ইয়াবা সহ ২ জনকে আটক করেছে পুলিশ।
এর মধ্যে বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে শাহপরীর দ্বীপ থেকে পালানোর সময় অন্তত ১০ কিলোমিটার ধাওয়া দিয়ে জব্দ গাড়ী থেকে এক লাখ ১০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
বুধবার বিকালে টেকনাফ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল।
আটক নুরুল ইসলাম ওরফে নুরু (৩৫) টেকনাফ উপজেলার শিলবুনিয়া পাড়ার মোহাম্মদ ইউনুছের ছেলে।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ রাসেল বলেন, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সীমান্ত এলাকা থেকে জনৈক ব্যক্তি মাদকের বড় একটি চালান সংগ্রহ করে পাচারের খবরে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি ইজিবাইক চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে পুলিশ সদস্যরা গাড়ীটিকে ধাওয়া দিয়ে অন্তত ১০ থেকে ১২ কিলোমিটার দূরে শাহপরীরদ্বীপ-টেকনাফ সড়কের সংযোগস্থলে জব্দ করতে সক্ষম হয়। এসময় পলায়নরত ব্যক্তিকে আটক করেছে।
“ পরে আটক ব্যক্তির দেখানো মতে, ইজিবাইকের চালকের আসনের সামনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। “
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “ আটক ব্যক্তি সংঘবদ্ধ মাদক পাচারকারি চক্রের সদস্য। উদ্ধার হওয়া মাদকের চালান পাচারের কারা জড়িত এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান মোহাম্মদ রাসেল।
অপরদিকে, ৮ হাজার ইয়াবা সহ ১ মাদক কারবারিকে আটক করেছে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ। বুধবার সকালে মহাসড়কের নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ সোহেল (২০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার বাসিন্দা।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক আবদুল কাইয়ুম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামি একটি প্রাইভেটকার থেকে ইয়াবা সহ যুবককে আটক করা হয়। গাড়িটি জব্দ করা হয়েছে। এব্যাপারে টেকনাফ থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…