নিজস্ব প্রতিবেদক : কবি ও গল্পকার কবি রওনক জাহানের প্রথম কাব্যগ্রন্থ আগুনের উদ্যান প্রকাশিত হয়েছে। তৃতীয় চোখ প্রকাশনী থেকে প্রকাশিত ৬৪ পৃষ্ঠার এই বইয়ের দাম ধরা হয়েছে ২৪০ টাকা।
আগুনের উদ্যান বইয়ের প্রকাশক আলী প্রয়াস জানিয়েছেন, হৃদয়ের রংতুলিতে বুদ্ধিদীপ্ত প্রতিভার অনন্য সৃষ্টি এ কাব্যটি। প্রেম-প্রকৃতি-মানব মনের রহস্য উদ্ধারে মনের বিচিত্র গতিপথে কবি রওনক জাহানের অনায়াস হাঁটার পারঙ্গমতা সহজে পাঠকের নজর কাড়বে। উদীয়মান সূর্যের বর্ণছটার মতো তার কবিতা যেমন কিরণ ছড়ায়, তেমনি তার মমত্বশীল মননের অনুরাগে কবিতার রসদ হয়েছে পরিপুষ্ট। কবিতার শব্দের পরতে পরতে রয়েছে সচেতন যত্নশীলতার ছাপ।
স্বীয়প্রজ্ঞা ও সৃজনশীলতার স্বতঃস্ফূর্ততায় রওনক আবিষ্কার করেন সম্পর্কের গোপন সূত্র। তাকে বলতে দেখি, ‘আপন শব্দটা সময়ে সুতোর টানে পর হয়ে যাচ্ছে’। একই দর্শনে তার বুকে জ্বলে ওঠে ‘আগুনের উদ্যান’। তাই রাতজাগা চাঁদতিথিই শুধু খবর রাখে তার মনের অলিগলির। প্রেমে-আবেগের প্রহেলিকায় তরী ভাসান না, বীক্ষণ ও নিরীক্ষণে মানব-মানবীর সম্পর্কের সত্য উদ্ঘাটনে সদা থাকেন উদগ্রীব। আবার মানবতার স্বরূপ আবিষ্কার করে অঙ্গুলি উত্তোলন করেন সাম্রাজ্যবাদী গোষ্ঠীর বিরুদ্ধে। রওনক ভাবুক বলে ভাবসঞ্চারী। ঘুরেফিরে তার ভাবনাতে জেগে থাকে মানুষ-নদী-পাহাড়-সমুদ্র, আর মানুষের জন্য ভালোবাসা। গোটা বিশ্বটাই তার কাছে রহস্য, কিন্তু সেই রহস্য ভেদ করে দেখেন সমস্তটাই আসলে একরত্তি বীজের কিরণ।
ভাবগভীর বস্তুনিষ্টতা, ছান্দিক কাব্যভাষা, পরিশীলিত শব্দ নির্বাচন, রূপকের যুতসই প্রয়োগ তার কবিতাকে যথেষ্ট স্বাতন্ত্রিক বিশিষ্টতা দান করেছে। তাই বলা যায়, রওনক আধুনিক বাংলা কবিতার শুদ্ধস্বর।
উল্লেখ্য, নরসিংদির ঘোড়াশালে জন্মগ্রহণকারী কবও রওনক জাহান ভালোবাসেন প্রকৃতির কাছাকাছি থাকতে, লিখেন গান, গল্প ও কবিতা। শীতলক্ষ্মা নদীর তীরে কেটেছে শৈশব, কৈশোরের দূরন্ত সময়। নদী, পাহাড় ও সমুদ্রের প্রতি টানটা তাঁর সহজাত। সেই টানেই বাধা পড়েন সমুদ্রপাড়ের কবি ও গবেষক কালাম আজাদের সাথে শুভ পরিণয়ে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…