নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের সীমান্তবর্তী এলাকাগুলোর প্রাথমিক পর্যায়ের যে পাঁচটি স্কুল অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলো পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত খুলছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তার আগে রবিবার স্কুলগুলো বন্ধের নির্দেশ দেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন।
বন্ধ ঘোষিত স্কুলগুলো হলো– ঘুমধুম সীমান্ত এলাকার বাঁইশ পারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজা বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় চলমান অস্থিরতার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে। স্থানীয় পরিস্থিতির উন্নতি হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বান্দরবান পার্বত্য জেলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিদ্যালয়গুলোতে পুনরায় পাঠদান করাসহ বিদ্যালয়গুলো খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানান, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় স্কুল বন্ধ ঘোষণার পাশাপাশি ওই সীমান্ত এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা নিজ উদ্যোগে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…