নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার ভ্রমণে আসা গাজী এম শওকত হাসান (৫০) নামের এক পর্যটকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে কক্সবাজারের সীগাল হোটেলে অসুস্থ হওয়া এই পর্যটককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনে অতিরিক্তি উপ মহাপরিদর্শক (এডিআইজি) মো. আপেল মাহমুদ।
নিহত গাজী এম শওকত হাসান কুমিল্লা জেলার দূর্গাপুরের আশোকতলা এলাকার মৃত গাজি মোস্তফার ছেলে এবং সুপ্রিম কোর্টের আইনজীবী।
এডিআইজি মো. আপেল মাহমুদ জানিয়েছেন, এই আইনজীবী একজন সিটি ব্যাংকের কর্মচারিও। গত ৩০ জানুয়ারি কয়েকজন মিলে কক্সবাজার ভ্রমণে এসে সীগাল হোটেলে অবস্থান করে। সকালে হোটেলের ৩০৮ নম্বর কক্ষের ফ্লোরে অসুস্থ হয়ে পড়ে যান শওকত হাসান। এসময় হোটেলের কর্মচারি ও ভ্রমণে আসা সহকর্মীরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। ওখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. আশেকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই এই পর্যটকের মৃত্যু হয়েছে। শরীরে আঘাতের কোন প্রকার চিহ্ন না থাকলেও মৃত্যুর কারণ পরিষ্কার না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
এডিআইজি মো. আপেল মাহমুদ জানিয়েছেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
চকরিয়া প্রতিবেদক : চকরিয়ার সাবেক সংসদ সদস্য জাফর আলম সহ ৩৩৬ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা ( বাইসস) এর বৈঠক থেকে ১৯ জন…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবন থেকে কয়েকটি ছোরাসহ ছিনতাইকারির ৬ সদস্যকে আটক করেছে…
নিজস্ব প্রতিবেদক : মহেশখালীতে ‘পরিত্যক্ত বসত ঘর’ থেকে পাচারের জন্য রাখে বিলুপ্তপ্রায় ১২ টি মুখপোড়া…