নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত অব্যাহত রয়েছে। যার জের ধরে মিয়ানমার থেকে ছোঁড়া ১৩টি মর্টার শেল এবং ১ রাউন্ড বুলেট বাংলাদেশের অভ্যন্তরে এসেছে। এ পরিস্থিতিতে রবিবার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
তিনি কক্সবাজার পৌঁছে সকালে সাড়ে ১০টার দিকে কক্সবাজারের উখিয়ার পালংখালি সীমান্তে যান। সেখানে বাহিনীর কার্যক্রম পরিদর্শনের সঙ্গে সদস্যদের খোঁজখবর নেন তিনি। পালংখালি সীমান্ত পরিদর্শন শেষে দুপুরে টেকনাফের ওয়াইকং সীমান্তে যান বিজিবি প্রধান। পরে বান্দরবানের তমব্রæ সীমান্ত পরিদর্শনে শেষে কক্সবাজার ত্যাগ করেন।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিজিবি প্রধানের সীমান্ত পরিদর্শনের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মিয়ানমারের অভ্যন্তরে মিয়ানমার আর্মি ও বিজিপির সঙ্গে আরাকান আর্মি সংঘর্ষ চলমান রয়েছে। এ পরিস্থিতি শনিবার থেকে এ পর্যন্ত মিয়ানমার থেকে ফায়ার করা ১৩ টি মর্টার সেল ও ১ টি রাউন্ড বুলেট বাংলাদেশে এসে পতিত হয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি’র পক্ষ হতে তাৎক্ষণিক প্রতিপক্ষ বিজিপিকে প্রতিবাদলিপি প্রেরণ করা হয়েছে। এ প্রেক্ষিতে বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান রবিবার মিয়ানমারের ফায়ার করা মর্টার শেল এবং বুলেট বাংলাদেশে পতিত হওয়ার স্থান পরিদর্শন এবং পর্যবেক্ষণ করেন। তিনি পালংখালী, তুমব্রæ, হোয়াইক্যং বিওপি পরিদর্শন করে মিয়ানমারের চলমান সংঘর্ষ এবং প্রতিপক্ষের বিদ্রোহী গোষ্ঠী ও তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিজিবি প্রধান বিজিবি’কে সীমান্ত এলাকায় সতর্কতার সাথে দায়িত্ব পালনে প্রেষণা প্রদান করেন।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…