নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সমুদ্র সম্পদ ব্যবহারের অপার সম্ভাবনা রয়েছে। সমুদ্রকে ঘিরে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ ও সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে দেশের অর্থনীতিই বদলে যাবে। তবে সাম্প্রতিক কালে সমুদ্র দুষণ মারাত্মক আকার ধারণ করেছে। মানুষের অর্থনৈতিক কর্মকান্ডে ব্যবহৃত অপচনশীল প্লাস্টিক সাগরের তলদেশে জমা হওয়ার কারণে এ দুষণ আরো বাড়ছে। দুষণ রোধ ও সমুদ্র সম্পদ রক্ষায় আমাদের সচেতন হতে হবে। অন্যথায় আমাদের বিশাল সমুদ্র সম্পদ বাঁচানো কঠিন হয়ে পড়বে।
কক্সবাজারে শুরু হওয়া দুইদিনের সমুদ্র বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটে শনিবার সকাল থেকে এই আন্তর্জাতিক সম্মেলনের শুরু হয়েছে।
সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন বলেন, বঙ্গোপসাগর অঞ্চল ঘিরে সরকার নানা প্রকল্প গ্রহণ করেছে। সরকার সমুদ্র সম্পদ যথাযথভাবে ব্যবহার করতে চায়। সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীরা বিশাল বঙ্গোপসাগরের সম্পদ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সুনীল অর্থনীতির উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপে বাংলাদেশের পাশাপাশি আঞ্চলিক দেশগুলোও এর সুবিধা পাবে।
ইন্সটিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম এ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়াল এডমিরাল অব খোরশেদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রিয়াল এডমিরাল মোহাম্মদ মুসা প্রমুখ।
দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশ থেকে আসা সমুদ্রবিজ্ঞানী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…