নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর ব্যবহৃত ফোন নম্বর ক্লোন করে হ্যাকাররা নিয়ন্ত্রণ নিয়েছে। এখন ওই নম্বরটি বা নম্বরটি সংশ্লিষ্ট হোয়াটস অ্যাপ বা ইএমও ব্যবহার করে নানাজনের কাছে টাকা ধার চাওয়া সহ বিভ্রান্তকর তথ্য প্রদান করা হচ্ছে।
ঠিক কখন থেকে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতির ফোন নম্বরটি ক্লোন করে হ্যাকাররা নিয়ন্ত্রণ নিয়েছে নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে প্রথমে প্রতিবেদকের নজরে আনেন ঢাকায় একটি সংবাদ ভিত্তিক বেসরকারি টেলিভিশনে কর্মরত সাংবাদিক। তিনি প্রতিবেদককে জানান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতির নম্বরের হোয়াটস অ্যাপ থেকে টাকা ধার চেয়ে একটি ম্যাসেজ পাঠানো হয়েছে। অথচ সভাপতির সাথে তার ওই ধরণের কোন সখ্যতা বা যোগাযোগ নেই।
এর সূত্র ধরে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর ফোন নম্বরে ফোন করা হলে ফোনটিও রিসিভ করেন ভিন্ন কেউ। যারা ফোনটি রিসিভ করে বিভ্রান্তকর কথা বলেন। পরে ফরিদুল ইসলামের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হলে তারা স্বীকার করেন ফোন নম্বরটি ক্লোন করে ভিন্ন কেউ ব্যবহার করছেন।
বিষয়টি নজরে আসার পর কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এব্যাপারে কােউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান। ইতিমধ্যে এব্যাপারে কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
কক্সবাজার সদর থানার পরিদর্শক তদন্ত মো. কাইছার হামিদ জানান, বিষয়টি সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তা উদ্ধারের চেষ্টা করছেন। বর্তমানে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতির ফোন নম্বর ক্লোন করে হ্যাকাররা ব্যবহার করছেন রাজশাহীর একটি এলাকায় বসে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…