নিজস্ব প্রতিবেদক : জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের মানবিক উদ্যোগে জেলার কর্মকর্তা-কর্মচারী কল্যান ট্রাষ্ট গঠণ করা হয়েছে। যে ট্রাষ্ট থেকে জেলার কর্মকর্তা-কর্মচারীর নিজের এবং পরিবারের সকল সদস্যের স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রমে সহায়তা প্রদান করা হবে।
কক্সবাজার জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, নির্বাহী প্রকৌশলী হিসেবে মো. মোস্তাফিজুর রহমান জেলায় যোগদানের পর থেকেই জেলার বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা তথা বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে স্মার্ট ওয়াশ বাস্তবায়নের নিমিত্তে¡ জেলার সকল কর্মকর্ত-কর্মচারীদের একীভূত করে নানামূখি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করেছেন। পাশাপাশি জেলার ডিপিএইচই-তে কর্মরতসকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর জীবনমান উন্নয়নের বিষয়টি অনুধাবন পূর্বক বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষাকে প্রাধান্য দিয়ে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান জানান, কক্সবাজার জেলা বর্তমান সরকারের উন্নয়নে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। সমন্বিত ও স্মার্ট ওয়াশ ব্যবস্থাপনা অত্যান্ত জরুরী। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি এবং আশা করি সকলের সহযোগিতা পেলে আগামী ৩ বছরের মধ্যে কক্সবাজার জেলাকে স্মার্ট ওয়াশ জেলা হিসেবে ঘোষনা করা সম্ভব হবে। এই সকল কার্যক্রমের জন্য আমাদের সকল কর্মকর্তা-কর্মচারীর নিজের এবং পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য এবং শিক্ষা অতীব গুরুত্বপূর্ন। সার্বিক বিবেচনায় জরুরী প্রয়োজনে চিকিৎসা ও শিক্ষা কার্যক্রমে সহায়তা প্রদানের লক্ষ্যেই এই ধরনের কল্যান ট্রাষ্ট গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।’
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা…
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…