অস্ট্রেলিয়া থেকে এসে রোহিঙ্গা নারীর সাথে বিয়ের আয়োজন : পণ্ড করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরে আবাসিক হোটেলে ‘প্রশাসনের অনুমতি না নিয়ে মেজবান আয়োজন’ পণ্ড করেছে পুলিশ। এসময় ৬৩ রোহিঙ্গাকে আটক করে ফেরত পাঠানো হয়েছে ক্যাম্পে। আবাসিক হোটেলে অবস্থানরত ১৯ জন বিদেশি নাগরিকের পাসপোর্ট এবং কাগজপত্র যাচাই করার পর নজরধারীতে রাখা হয়েছে বলে জানিয়ে পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, স্থানীয়ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকায় আবাসিক হোটেল সী পার্ল-২ তে অভিযান চালানো হয়। অভিযানে ৬৩ জন রোহিঙ্গা নাগরিক এবং ১৯ জন বিদেশি নাগরিক পাওয়া যায়। জব্দ করা হয় মেজবান আয়োজনের উপকরণও। স্থানীয়রা জানিয়ে ছিল রোহিঙ্গা দুই তরুণীর সঙ্গে অস্ট্রেলিয়ান দুই নাগরিকের বিয়ে উপলক্ষ্যে এই মেজবানের আয়োজন ছিল। সংশ্লিষ্টরা বিষয়টি যদিও অস্বীকার করেননি।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক বিদেশীদের মধ্যে যে ২ জনকে বর হিসেবে দাবি করা হয়েছে তারা দুই জন আব্দুল হামিদ (৩২) ও মোহাম্মদ ইলিয়াছ (২৪)। দুইজনই মিয়ানমারের রোহিঙ্গা বংশোদ্ভুদ অস্ট্রেলিয়ান নাগরিক। তাদের আত্মীয়-স্বজনরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে। কনে হিসেবে দাবি করা খতিজা বেগম (১৬) ও হাসিনা আক্তার (১৭) উখিয়া উপজেলা বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তিনি জানান, বিদেশি নাগরিকদের মধ্যে ১২ জন রোহিঙ্গা বংশোদ্ভুদ অস্ট্রেলিয়ান এবং ৭ জন আমেরিকান নাগরিক। এছাড়া বিদেশি নাগরিকদের মধ্যে একজন জন্মসূত্রে অস্ট্রেলিয়ান।

রফিকুল ইসলাম বলেন, যাচাই-বাছাইয়ের জন্য বিদেশি নাগরিকদের পাসপোর্ট জব্দ করে কাগজপত্র যাচাই করা হয়েছে। এরপর এরা হোটেলেই অবস্থান করছে। তবে নজরধারীতে রাখা হয়েছে। আটক রোহিঙ্গাদের পুলিশ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

হোটেলটির নিরাপত্তার দায়িত্বে থাকা জয়নাল আবেদীন বলেন, বিদেশি ১৯ জন নাগরিক গত ১ মাস ধরে হোটেল অবস্থান করছেন। রবিবার হোটেলে আসার পর দেখতে পান ওইসব রোহিঙ্গারা খাবারের আয়োজন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, হোটেলটির ম্যানেজারসহ কর্মচারিরা অনুমতি ছাড়া অনুষ্টান আয়োজন এবং বিদেশি নাগরিকরা অবস্থানের ব্যাপারে পুলিশকে অবহিত করেননি। তারা পলাতক থাকায় পুলিশ হোটেল কর্তৃপক্ষের বক্তব্য জানতে পারেনি। হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলার পর পুলিশ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

nupa alam

Recent Posts

টেকনাফ সৈকতে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক : টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে;…

12 hours ago

বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবান শিশুদের বুদ্ধাঙ্ক মাত্রা

জাহাঙ্গীর আলম ছিদ্দিকী : লেখক, কলামিস্ট ও শিক্ষক, দক্ষিণ খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়।শিক্ষার্থীর নাম :…

13 hours ago

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রবিবার…

13 hours ago

জীবন সংগ্রামি লাইলার কম মূল্যের সবজির দোকান

শহীদ উল্লাহ : লাইলা বেগম, যেন এক সংগ্রামি নারীর নাম। স্বামী কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরাতন…

17 hours ago

শিক্ষা কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

এম জাহেদ চৌধুরী, চকরিয়া : চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের ঘুষ গ্রহণের…

17 hours ago

মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশেপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান…

2 days ago