নিজস্ব প্রতিবেদক : উখিয়া ক্যাম্পে ২০৯ ঘন্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এপিবিএনের দাবি, আরসা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এই যুবক।
শনিবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে ১৯ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত কুজ্জত উল্লাহ, ১৯ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের ফজর কলিমের ছেলে।
উখিয়াস্থ ৮ এপিবিএনের সহকারি পুলিশ সুপার সালা উদ্দিন বলেন, উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকে একদল দুর্বৃত্ত এসে ঘর থেকে ডেকে কুজ্জত উল্লাহকে বুকে গুলি করে এবং কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে দ্রুত এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আরসা সন্ত্রাসীরা কুজ্জত উল্লাহকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে। এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান এপিবিএনের সহকারি পুলিশ সুপার সালা উদ্দিন”।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টায় উখিয়ার ২০ নম্বর ক্যাম্পের এম-২৭ ব্লকে আরসা সন্ত্রাসীরা গলাকেটে হত্যা করে রোহিঙ্গাদের সাবেক ব্লক মাঝি করিম উল্লাহকে।
নিহত করিম উল্লাহ ( ৩৭ ) একই রোহিঙ্গা ক্যাম্পের এম-২৭ ব্লকের মৃত গনু মিয়ার ছেলে। তিনি ক্যাম্পটির এম-২৭ ব্লকের কমিউনিটি নেতা ( ব্লক মাঝি )।
স্থানীয়দের বরাতে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, রাত সাড়ে ৮ টার দিকে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৭ ব্লকের বাসিন্দা করিম উল্লাহকে ঘর থেকে তুলে নিয়ে যায় অজ্ঞাত একদল দুষ্কৃতিকারি। পরে তাকে ঘর থেকে বের করেই জবাই করে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আহত করিম উল্লাহকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেলেও কারা, কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা বলে জানান ওসি।
শামীম হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…