চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় র্যাবের (র্যাপিড একশ্যান ব্যাটলিয়ান) উপর হামলার ঘটনায় মামলার এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলেন, উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মেম্বার ও মানিকপুর উত্তর পাড়ার মনোহর আলম সিকদারের ছেলে জাহেদুল ইসলাম (৩৭) ও পৌরসভার ৫নম্বর ওয়ার্ড করাইয়াঘোনা এলাকার বাদশা বলির ছেলে মো. মিজানুর রহমান (৩২)।
এর আগে গত ৩১ডিসেম্বর ভোর পৌনে ৬টার দিকে চিরিঙ্গা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড সওদাগরঘোনা চারা বটতল এলাকায় ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করতে গেলে আসামীদের শোরচিৎকারে তাদের পরিবার ও এলাকার লোকজন জড়ো হয়ে র্যাব সদস্যদের ঘিরে রাখে। পরে তারা গ্রেফতার এড়ানোর জন্য ৫শত থেকে ৬শত লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে। পরে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকায় অভিযান বন্ধ করে দেয়া হয়।
এ ঘটনায় র্যাবের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আজগর আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বুধবার সন্ধ্যায় থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…