দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার জেলা কমিটির একসভা সম্প্রতি অনুষ্টিত হয়েছে। সভায় আগামী এক বছরের জন্য ৬২ সদস্য বিশিষ্ট প্রথম আলো কক্সবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। গত ১ জানুয়ারি-২০২৪ নতুন কমিটির ঘোষণা দেন বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা।
কমিটির সদস্যরা মাদক, দুর্নীতি, সন্ত্রাস, নারী নিযাতন, সমাজের অন্যায় অবিচার বন্ধ, নিজেদের ভবিষ্যত গড়ার পাশাপাশি দেশের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।
কমিটি নিম্নরূপ :
সভাপতি- উম্মে সাদিয়া হোসেন সিকদার, সহ-সভাপতি-ফাহিম কুদ্দুস প্রিয় ও মাসুমা আক্তার রুমি, সাধারণ সম্পাদক-নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক-সাজিয়া আফরিন সাইমা ও জাহিদুল ইসলাম নাঈম, সাংগঠনিক সম্পাদক-রাসেল তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক-রেশমি সুলতানা, অর্থ সম্পাদক-শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক-মারগুব মোর্শেদ, প্রচার সম্পাদক-ফরহাদ আলম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক-শহিদুল ইসলাম ফয়সাল, সাংস্কৃতিক সম্পাদক-বাঁধন সরকার, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক-উম্মে হাফসা জুহি, প্রশিক্ষণ সম্পাদক-নাওরীন হাসনাত উমামা, দুযোগ ও ত্রাণ সম্পাদক-মঈন উদ্দিন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক-তানভীর সাজ্জাদ, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক-শারমিন আক্তার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক-ফারহানা ইয়াছমিন শাওন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক-জান্নাতুল কাউচার পুতু, ম্যাগাজিন সম্পাদক-তৌহিদুল ইসলাম, বইমেলা সম্পাদক-তাসপিয়া তাসরিন।
কাযনির্বাহী সদস্য :-তাসপিয়া জান্নাত নিপা, মো. মেহেদী হাসান ও জোবায়ের হোসেন রাজু।
সাধারণ সদস্য : আজিজুর রহমান রাজু, বদিউল আলম সোহাগ, এনজেল হুদা, মোহাম্মদ সাকিব, আরিফুর রহমান, উলফাতুল মোস্তফা রানা, করিমুন্নেছা রাহমা, আফিফ রায়হান, নাজিম উদ্দিন, ফাতেমাতুজ জোহরা পারভীন, নজরুল ইসলাম, হুমায়ূন কবির রিফাত, কলমী সুশীল, তানজিনা আফরিন, শিবা শর্মা, আয়েশা হালিমা, মোনঈমুল মুনতাকি, মো. ইয়াছিন আরাফাত, তানজিনা আক্তার, গোলাম রহমান, অনুপম প্রসাদ রায়, শাহরাজিব খাঁন ইমন, মো. সায়েদুল ইসলাম, মো. জাহেদ হোসেন, আশরাফ আলী, মাহামুদুল ইসলাম শিহাব, পাভেল পাল, শান্তনু ধর, মোরসালিন ওসামা, সাইদা মনি সাথী, প্রভাকর নাথ, শ্রীরাম দাশ, রাশেদুল আলম, এস এম মহিউল ইসলাম মোছাদ্দেক, ঐশী বিশ্বাস ও মো. জাহেদ হোসেন।
উপদেষ্টা পরিষদ :
আব্দুল কুদ্দুস রানা, শামীম আক্তার, বিশ্বজিত পাল বিশু, দিদারুল আলম রাশেদ, মোহাম্মদ মুহিউদ্দিন, কাজী মিজানুর রহমান, আরিফ আজাদ ও রুহুল আমিন।
নিজস্ব প্রতিবেদক : রামুতে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় পথচারি এক বৃদ্ধ নিহত। মঙ্গলবার সকাল সাড়ে…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরের খুরুশকুল থেকে ২টি দেশীয় তৈরী এলজি ও ৫ রাউন্ড কার্তুজ…
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার অর্থায়নে কক্সবাজারে নির্মিতব্য বাফুফে এর টেকনিক্যাল সেন্টারের…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের সেন্টমাটিনের সমুদ্র সৈকতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে এসেছে। তার আনুমানিক…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে মেরিন ড্রাইভে কাজ করার সময় মোটর সাইকেলের ধাক্কায় এক সার্ভেয়ার নিহত…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে সমুদ্র সৈকত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।…