টেকনাফ প্রতিবেদক : টেকনাফের মোহাম্মদ উল্লাহ (৩৫) নামের এক যুবকের খোঁজ মিলছে না ৬ দিন ধরে। যুবকের পিতা জানিয়েছেন, অজ্ঞাত ব্যক্তিরা তাঁর ছেলেকে অপহরণের পর ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। কিন্তু পুলিশ বলছে, মাদক ও মানবপাচার সংক্রান্ত ঘটনায় অপহরণের নাটক সাজানো হচ্ছে।
নিখোঁজ মোহাম্মদ উল্লাহ টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার আবুল কাসেমের ছেলে। তিনি একজন সুপারি ব্যবসায়ী বলে জানিয়েছেন পিতা।
পিতা আবুল কাসেম জানিয়েছেন, তাঁর ছেলে গত ২০ ডিসেম্বর সকাল ১০ টার দিকে বাড়ি থেকে ফের হয়ে জাহাজপুরা বাজার যাওয়ার যায়। তারপর থেকে নিখোঁজ হন। তার ছেলে ব্যবহৃত ০১৮৩৩২৭১২৯৭ নাম্বারে ফোন করলে তাও বন্ধ পাওয়া গেছে। এর পর থেকে অনেক সন্ধানের পরও পাওয়া যায়নি ছেলেকে। কিন্তু ২৩ ডিসেম্বর সন্ধ্যায় তার ছেলের নাম্বার থেকে ফোন করে অজ্ঞাত লোকজন জানায় ছেলেকে অপহরণ করা হয়েছে ২ লাখ টাকা মুক্তিপণ দিলে ছেড়ে দেবে। অন্যতায় হত্যা করে মরদেহ গুম করার হুমকি দেন। এরপর থেকে আর কোন যোগাযোগ হচ্ছে না।
বিষয়টি লিখিতভাবে ২৩ ডিসেম্বর রাতেই টেকনাফ থানায় জানানো হয়েছে বলে জানান আবুল কাসেম।
কিন্তু টেকনাফ মডেল থানার কর্মকর্তা ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, এ ধরনের কোন অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে ওই এলাকায় মাদক ও মানব পাচার চক্রান্ত কিছু ঘটনাকে কেন্দ্র অপহরণের নাটক সাজাচ্ছে সংশ্লিষ্টরা। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…