নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালন করতে পায়ে হেঁটে পবিত্র মক্কা নগরীতে যাচ্ছেন ৪৮ বছর বয়সী স্কুল শিক্ষক মোহাম্মদ জামিল নামের একজন ব্যক্তি। তিনি টেকনাফ আইডিয়াল পাবলিক স্কুলে প্রধান শিক্ষক ও টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া পাড়া বাসিন্দা মরহুম হাজী আবুল হাশেম ও মা আম্বিয়া খাতুনের ছেলে। তিনি ৭ ভাই ৫ বোনের মধ্যে সবার ছোট। তার শিক্ষাগত যোগ্যতা বি এ অনার্স ও এম এ (ইংরেজি)। 

শনিবার সকাল সাড়ে সাতটায় টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট থেকে থেকে হেঁটে রওনা করেছেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার ৩নং ওযার্ডের কাউন্সিল এহতেশামুল হক বাহাদুর। ধমবিয়ষক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বেনাপোল হয়ে ভারতের উদ্দেশে রওনা হবেন বলে জানান।

টেকনাফ পৌরসভার ৩নং ওযার্ডের কাউন্সিল এহতেশামুল হক বাহাদুর বলেন,‘তিনি পৌরসভা থেকে তাঁর প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে টেকনাফ জিরো পয়েন্ট অলিয়াবাদ জামে মসজিদে ফরজের নামাজ আদায়ের পর তার মরহুম বাবা-মায়ের কবর জিয়ারত শেষে জিরো পযেন্টে থেকে রওনা হয়েছেন।’

হেঁটে হজে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে জামিল বলেন,‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পায়ে হেটে সৌদি আবর যাবেন।আমার দীর্ঘদিনের স্বপ্ন, হেঁটে হজ করতে সৌদি আরবে যাওয়ার।এজন্য বিগত কয়েক বছর ধরে দৈনিক নিদিষ্ট সময়ের মধ্যে ১৫-২০কিলোমিটার পায়ে হাঁটাহাটি করে আসছিলেন।’

কোন পথে কীভাবে হেঁটে সৌদি আরবে যাবেন জানতে চাইলে জামিল বলেন, কমপক্ষে দৈনিক ৩৫-৪০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ইচ্ছা আছে। আমি পারব এটুকু মনোবল রয়েছে। চলতি পথে ঢাকা থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাব। ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরবে প্রবেশ করব ইনশা আল্লাহ। পুরো পথ পাড়ি দিতে আমাকে প্রায় ৮ হাজার কিলোমিটার হাঁটতে হবে। আমি এটুকু পথ পাড়ি দিয়ে পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করব।’

তিনি আরও বলেন,‘মক্কায় যাওয়া পর্যন্ত আমার পুরো খরচ নিজের টাকায় যাচ্ছেন। ইতিমধ্যে ভারতীয় ভিসা পেয়েছি। ভারতে যাওয়ার পর পাকিস্তানে যাওয়ার ভিসা নেব। এভাবে পর্যায়ক্রমে সৌদি আরবে যাব।’

ভিসা পেতে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য প্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চান স্কুল শিক্ষক মোহাম্মদ জামিল। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্সের জন্য তিনি আবেদন করবেন। এ ছাড়া সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর দূতাবাস থেকেও ক্লিয়ারেন্স নেওয়ার আবেদন করবেন।তিনি সবার দোয়া চান।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ আদনান চৌধুরী বলেন, উদ্যোগটি  দুঃসাহসিক। আমি তার সফলতা কামনা করছি। 

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago