নিজস্ব প্রতিবেদক : আচরণ বিধি লংঘনের অভিযোগে কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু-ঈদগাহ) আসনের আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমল এমপিকে শুক্রবার শোকজ নোটিশ প্রদান করেছেন রিটার্নিং কর্মকর্তা।
কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, সকালে কক্সবাজারের রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সাইমুম সরওয়ার কমলের বিপুল সংখ্যক সমর্থক মানববন্ধন কর্মসুচির নামে অপর এক স্বতন্ত্র প্রার্থীর উদ্দেশ্যে নানা উস্কানিমূলক শ্লোগান প্রদান পূর্বক হৈ-হুল্লুড় করে। এ সময় স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার মিজান সাঈদের মনোনয়ন পত্রের যাচাই-বাছাইয়ের কাজ চলছিল। মানববন্ধন কর্মসুচির নামে প্রার্থী ব্যরিষ্টার মিজান সাঈদের মনোনয়ন পত্র বাতিলের দাবিসহ উক্ত প্রার্থীর বিরুদ্ধে নানা শ্লোগান দেয়া হয়। পরে পুলিশ এসে মানববন্ধনকারিদের অন্যত্র সরিয়ে দেয়। এমন আচরণের ব্যাখ্যা চেয়ে নোটিশটি প্রদান করা হয়। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে নোটিশটির জবাব গত দিনের মধ্যে দিতে বলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
যদিও যাচাই-বাছাই করে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার মিজান সাঈদের মনোনয়ন পত্র শতকরা এক শতাংশের ভোটারের দস্তখতের গরমিলের কারণে বাতিল ঘোষণা করা হয়েছে।
ব্যারিষ্টার মিজান সাঈদ জানান, গত ৩০ নভেম্বর একজন প্রার্থীর সমর্থকদের বাঁধার কারণে তিনি যথাসমেয় মনোনয়ন পত্র দাখিল করতে পারেননি। পরে উচ্চ আদালতের নির্দ্দেশনা নিয়ে গত ১১ ডিসেম্বর তিনি মনোনয়ন দাখিল করেন। শুক্রবার মনোনয়ন বাছাই করে তাঁকে বাতিল ঘোষণা করা হয়। তিনি এ ব্যাপারে আপীল করবেন বলে জানান।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…