মেহেরনামায় সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে জায়গা জবর দখলের চেষ্টা, আহত ১

নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় দীর্ঘদিনের দখলীয় জায়গা জবর করার সময় বাধা দিলে কাজলি বেগম (৫০) নামের এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা বসতভিটার ঘেরা-বেড়া ভাঙচুর করে নিয়ে যায়।

বৃহস্পতিবার ( ৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা রাবারড্যাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত কাজলি বেগমকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি ওই এলাকার গোলাম শরীফের স্ত্রী।

আহতের স্বামী গোলাম শরীফ বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। ২০১২ সালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে ৬৫ শতক জায়গা লীজ নিয়ে বসতঘর তৈরি করে বসবাস করে আসছি। জায়গার কিছু অংশে বসতরঘর ও কিছু অংশে সবজিখেত করে জীবিকা নির্বাহ করে আসছি। সম্প্রতি ওই জায়গা জবর দখলে নিতে পাঁয়তারা করে আসছেন শীলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নুরুল হোছাইনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে সাবেক চেয়ারম্যান নুরুল হোছাইন, তাঁর দুই ভাই জামাল হোছাইন, নবী হোছাইন প্রকাশ নবুর নেতৃত্বে স্থানীয় শাহাব উদ্দিন, ইমরানসহ ১০-২০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমার দীর্ঘদিনের জায়গা জবর দখলে নিতে আসেন। এসময় তাঁরা বসতভিটার চার পাশের ঘেরা-বেড়া ভাঙচুর করে। বাধা দিলে আমার স্ত্রী কাজলি বেগমকে বেদম প্রহার করে। বর্তমানে আমার স্ত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

গোলাম শরীফ আরও বলেন, নুরুল হোছাইন চেয়ারম্যানের বৈধ কোনো কাগজপত্র না থাকলেও শুধুমাত্র পেশিশক্তির জোরে লিজপ্রাপ্ত আমার দখলীয় জমি জবরদখল করে নিতে চায়। আমি এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

হাসপাতালে চিকিৎসাধীন গোলাম শরীফের স্ত্রী কাজলি বেগম বলেন, আমার বসতভিটার জায়গা হচ্ছে মাতামুহুরী নদীর জেগে উঠা চর এবং পাউবোর বেড়িবাঁধ সংলগ্ন জমি। মূলত নুরুল হোছাইন চেয়ারম্যান মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে আমার জায়গা ব্যবহার করতে চায়। একারণে আমাকে দখল উচ্ছেদের পাঁয়তারা করছে।

এব্যাপারে বক্তব্য জানতে সাবেক চেয়ারম্যান নুরুল হোছাইনের মোবাইলে একাধিকবার চেষ্টা করেও তাঁর মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।

জানতে চাইলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

nupa alam

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

1 day ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

1 day ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

2 days ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

2 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

3 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

3 days ago