রাজনৈতিক অস্থিরতা : ভরমৌসুমে কক্সবাজারে পর্যটক ৫ শতাংশের কম, প্রতিদিন গড়ে শত কোটি টাকার ক্ষতি

বিশেষ প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতায় ভরপর্যটন মৌসুমে পর্যটক শূন্য বিশে^র দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পর্যটন ব্যবসায়ীদের দাবি, বর্তমানে কক্সবাজারে পর্যটকের উপস্থিতি ৫ শতাংশের কম। এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতিদিন গড়ে এক শত কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানিয়েছেন, কক্সবাজারের ব্যবসায়ীদের কাছে অক্টোবর মাস পর্যটনের ভরমৌসুম। এসময় লাখো পর্যটকের পদচারণায় মুখরিত থাকে সাগরতীর। একই সঙ্গে প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে জন্য বিপুল সংখ্যক পর্যটক আগমন হয়। কিন্তু এবার এ পর্যটকের উপস্থিতি ৫ শতাংশের কম। এতে আবাসিক প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে ১ কোটি টাকার ক্ষতি হচ্ছে।

তিনি জানান, এখানে পর্যটন মানেই কেবল আবাসিক প্রতিষ্ঠান না। এর সাথে সংশ্লিষ্ট রয়েছে রেস্তোরা, সৈকতের কিটকট (বীচ ছাতা), ঘোড়া, ফটোগ্রাফার, বীক বাইক, আশে-পাশের মাকের্ট, শুটকি ব্যবসায়ী, পরিবহন ও জাহাজ মালিক সহ নানা স্তরের মানুষ। সার্বিক পরিস্থিতিতে পর্যটন সংশ্লিষ্টখাতে বর্তমানে প্রতিদিন গড়ে এক শত টাকার ক্ষতি হচ্ছে মনে করেন তিনি।

তিনি বলেন, কক্সবাজারে ট্রেন আসার পর ৫ শতাংশ পর্যটক আসছে। আগে তাও ছিল না। পর্যটনের ভরমৌসুম রাজনৈতিক অস্থিরতা ও বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের কারণে এমন পরিস্থিতি দেখা দিয়েছে।

সৈকতের ছাতা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দুলাল বলেন, ছাতা মার্কেটে ২০০ মতো দোকান রয়েছে। এসব দোকানে প্রতিনিধি ৩০ থেকে ৫০ হাজার টাকার বার্মিজ পণ্য বেচাবিক্রি হতো। কিন্তু এখন বেচাবিক্রি একদম নেই বললেই চলে। বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধে পর্যটক না থাকায় ব্যবসা হচ্ছে না। প্রতিদিনই ৩ কোটি টাকার লোকসান হচ্ছে।

কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ বলেন, পর্যটন মৌসুমের শুরুতেই বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের কারণে কক্সবাজারের পর্যটনখাতে নেতিবাচক প্রভাব পড়েছে। রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় কক্সবাজার এখন পর্যটক শূন্য। যার ফলশ্রæতিতে কক্সবাজারের পর্যটনের সবখাতে প্রতিদিনই গড়ে ১০০ কোটি টাকার লোকসান হচ্ছে।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago