নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার ১ চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামীলীেগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আহমদ বুধবার দুপুরে ঢাকা থেকে চকরিয়ায় ফিরেছেন। তাঁর চকরিয়া আসাকে কেন্দ্র আওয়ামীলীগের নেতা-কর্মীদের শোডাউনে পথে পথে বাঁধা প্রদান, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
এর মধ্যে সাহারবিল এলাকায় হামলায় এ পর্যন্ত ১২ জন আহত হয়ে চকরিয়া হামলা চিকিৎসা নিয়েছেন। যার মধ্যে সাহারবিল ইউনিয়নে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এনামুল হককে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত এনামুল হক জানিয়েছেন, আওয়ামীলীগের প্রার্থী মনোনয়ন নিয়ে এলাকা ফিরেছেন। যার জন্য গাড়ি নিয়ে চকরিয়া স্টেশনে যাওয়ার সময় রামপুরা এলাকা পৌঁছলে সাহারবিল এলাকার চেয়ারম্যান নবী হোসেনের নেতৃত্বে হামলা চালানো হয়। এসময় ভাংচুর করা হয়েছে ৯ টি গাড়ি।
জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক আবু জাফর মোহাম্মদ সাদেক জানিয়েছেন, সাহারবিল ঘটনায় এ পর্যন্ত ১২ জন আহত হয়ে হাসপাতালে এসেছেন। যার মধ্যে এনামুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। তার অবস্থা গুরুতর।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী সাহারবিল এলাকায় একটি সংঘর্ষের খবর তিনি পেয়েছেন জানিয়ে বলেন, ঘটনাস্থলে ওসির নেতৃত্বে পুলিশ গেছে। বিস্তারিত পরে জানা যাবে।
চকরিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ আলী ফোন রিসিভ করেননি।
আওয়ামীলীেগ মনোনীত প্রার্থী কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ জানিয়েছেন, তার শোডাউনে আগত নেতা-কর্মীদের পথে পথে বাঁধা, হামলা ও ভাংচুর চালাচ্ছেন মনোনয়ন বঞ্চিত এমপি জাফর আলমের লোকজন। যেখানে সাহারবিল এলাকায় নবী হোসেন, স্টেশনে এমপি জাফরের পুত্র তুহিন, ভাগানি জিয়াবুল সহ সন্ত্রাসীরা হামলা ও ভাংচুরে নেতৃত্ব দিচ্ছেন।
বিষয়টি নিয়ে এমপি জাফর আলম, নবী হোসেন চেয়ারম্যান, তুহিন এবং জিয়াবুলের সাথে যোগাযোগ করা হলে কেু্ ফোন রিসিভ করছেন না।
ইতিমধ্যে এমপি জাফর আলম ওই আসনটি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…