নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নিয়ন্ত্রণাধীন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের (এআইএসসি) সহ সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজারের মো. নজিবুল ইসলাম। তিনি শ্রীম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারন সম্পাদক, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি এবং কক্সবাজার থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র দৈনিক কক্সবাজার এর প্রধান বার্তা সম্পাদক।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নিয়ন্ত্রণাধীন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের (এআইএসসি) ৩য় বার্ষিক সাধারণ সভায় গঠিত ২১ সদস্যের কমিটিতে মো. নজিবুল ইসলামকে সহ সভাপতি নির্বাচিত করা হয়।
সংগঠনটির সমন্বয়কারি শেখ আবিদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে বলা হয়েছে, বুধবার ১৫ নভেম্বর সকাল ১১টায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের সভাপতি নূরুল কাইয়ুম খান। প্রধান অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মুসরাত মেহ জাবীন।
সভায় ২০২৩-২০২৫ অর্থ বছরের সর্বসম্মতিক্রমে এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। কমিটির সভাপতি হিসেবে নূরুল কাইয়ুম খান (প্রেসিডেন্ট, বাংলাদেশ মেরিন ফিশারিজ এসোসিয়েশন), সহ সভাপতি হিসেবে কৃষিবিদ ডা. এম নজরুল ইসলাম (সাবেক সভাপতি, এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ), কৃষিবিদ ড. আরিফ মাহমুদ (সভাপতি, মাশরুম ঘোঘারস এসোসিয়েশন অব বাংলাদেশ) এবং মোহাম্মদ নজিবুল ইসলাম (সাধারন সম্পাদক, শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ) নির্বাচিত হয়েছেন। পরিচালক অর্থ হিসেবে নির্বাচিত হয়েছেন মোল্লা সামছুর রহমান শাহীন ( সভাপতি, ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ -ফোয়াব)।
এছাড়া পরিচালক পদে ছৈয়দ আহমেদ, মোহাম্মদ ইসমাইল খান, মোহাম্মদ এবাদুল্লাহ আফজাল, মো: সাইফুর রহমান, মো: হাসিবুল হাসান, মো: মেসবাহ উদ্দিন, কে. এম অলিউর রহমান বাবুল, ওমর-বিন-আবদাল আজিজ, ইহতেশাম বি. শাহাহান, সাজ্জাদ হোসেন, ডা. মনজুর মোর্শেদ খান, এম সাইদুজ্জামান, ড. মো: আলী আফজাল, শাহ মো. ইমরান, মোঃ রকিবুর রহমান টুটুল, মসিউর রহমান নির্বাচিত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…