এক্সক্লুসিভ

কক্সবাজারে রবীন্দ্রনাথের নাটক চিত্রাঙ্গদা নিয়ে আগন্তুক সাংস্কৃতিক সংসদ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে প্রদর্শিত হতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক চিত্রাঙ্গদা। শহরের শহীদ সুভাষ মিলনায়তন, পাবলিক লাইব্রেরিতে আগামী ১৭ ও ১৮ নভেম্বর, সন্ধ্যা সাড়ে ছয়টায় চিত্রাঙ্গদা প্রদর্শন করবে আগন্তুক সাংস্কৃতিক সংসদ। সাংস্কৃতিক সংগঠন আগন্তুকের এটি দ্বিতীয় নাট্য প্রযোজনা। নাটকটি পরিচালনা করেছেন শহিদুল শ্যানন। প্রণোদনায় ’ভিএসও’ ও ’এইট ডেজ আ উইক’  এবং সার্বিক সহযোগিতা করেছে কক্সবাজার আর্ট ক্লাব।

সংগঠনটির আহবায়ক সুব্রত চক্রবর্তী এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক চিত্রাঙ্গদা মূলত মহাভারত অবলম্বনে সৃষ্ট গল্প হলেও নারীর অন্তর্গত শক্তি এতে প্রকাশিত হয়েছে। পুত্র না থাকায় মনিপুরের রাজা চিত্রবাহন তার একমাত্র কন্যা চিত্রাঙ্গদাকে পুত্রের মতো লালনপালন করেন। একই সঙ্গে নারী ও পুরুষ হিসেবে বেড়ে ওঠা চিত্রাঙ্গদা নানা ঘটনার মধ্য দিয়ে নিজের নারীসত্ত্বাকে আবিষ্কার করে এবং অনুধাবন করে, নারী মানেই কেবল কোমল সৌন্দর্য নয়, পরিপূর্ণ মানবশক্তিতেই তার পরিচয়। নানান নাটকীয় ঘটনার মধ্য দিয়ে রাজকন্যা চিত্রাঙ্গদা সৌন্দর্য আর শক্তির মিলিত রুপে পরিপূর্ণতা লাভ করে।

আগন্তুক সাংস্কৃতিক সংসদ কক্সবাজারে গঠিত একটি সাংস্কৃতিক সংগঠন। ২০২২ সালে সংগঠিত নবীন এই সংগঠনটি পথনাটক, মঞ্চনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নিয়মিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে। এটি কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক অবদান রাখবে বলে বিদ্ধজনের বিশ্বাস। ইতিপূর্বে সংগঠনটি পূর্নেন্দু পত্রীর কাব্যমালা কথোপকথন অবলম্বনে অনন্তকাল ঝিঁ ঝিঁ পোকার মতো শিরোনামে একটি নাটক প্রযোজনা করে এ বছর ফেব্রুয়ারি মাসে। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সেটি প্রদর্শিত হয়। এ ছাড়াও গত আগস্ট মাসে ”শোক থেকে শক্তি’ শিরোনামে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ

ঠাকুরের গান ও কবিতা নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। নতুন প্রযোজনা চিত্রাঙ্গদা নাটকও দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকবে বলে সংগঠনটি আশা করছে। প্রদর্শনীর টিকেট পাওয়া যাবে লাবনী মোড়ের কফিশপ এইট ডেজ আ উইক এ অথবা প্রদর্শনীর আগে পাবলিক লাইব্রেরির কাউন্টারে।

nupa alam

Recent Posts

টেকনাফের পাহাড়ে জেল ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের পাহাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় ১০ দিন আগে ‘জেল ফেরত’ এক যুবকের…

19 hours ago

টেকনাফে ৭ লাখ টাকা মালামাল নিলামে সর্বোচ্চ ডাককারি স্থল বন্দরের বিশিষ্ট আমদানি ও রপ্তানি কারক সিআইপি ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের শুল্ক গুদামের সরকারি ৭ লাখ টাকা নানা পণ্য ৬ লাখ ৯০…

2 days ago

টেকনাফের নিকটবর্তী মিয়ানমারের ‘লালদিয়া’ নিয়ন্ত্রণে তীব্র সংঘাত : গুলি আসছে স্থলবন্দর ও আশে-পাশের এলাকায়

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফনদীর ওপারে মিয়ানমারের লালদিয়া নিয়ন্ত্রণে তীব্র সংঘাত চলছে। নাফনদীর টেকনাফের জালিয়ারদিয়া…

2 days ago

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেদ হত্যা মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাসেদকে গ্রেপ্তার করা…

2 days ago

রামুতে বড় ভাই হত্যা মামলায় ছোট্ট ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রামুতে বড় ভাই হত্যা মামলায় ছোট ভাই আলী হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।…

2 days ago

রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল ও গুলিসহ এক রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার আশ্রয় শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন…

2 days ago