কক্সবাজারে রবীন্দ্রনাথের নাটক চিত্রাঙ্গদা নিয়ে আগন্তুক সাংস্কৃতিক সংসদ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে প্রদর্শিত হতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক চিত্রাঙ্গদা। শহরের শহীদ সুভাষ মিলনায়তন, পাবলিক লাইব্রেরিতে আগামী ১৭ ও ১৮ নভেম্বর, সন্ধ্যা সাড়ে ছয়টায় চিত্রাঙ্গদা প্রদর্শন করবে আগন্তুক সাংস্কৃতিক সংসদ। সাংস্কৃতিক সংগঠন আগন্তুকের এটি দ্বিতীয় নাট্য প্রযোজনা। নাটকটি পরিচালনা করেছেন শহিদুল শ্যানন। প্রণোদনায় ’ভিএসও’ ও ’এইট ডেজ আ উইক’  এবং সার্বিক সহযোগিতা করেছে কক্সবাজার আর্ট ক্লাব।

সংগঠনটির আহবায়ক সুব্রত চক্রবর্তী এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক চিত্রাঙ্গদা মূলত মহাভারত অবলম্বনে সৃষ্ট গল্প হলেও নারীর অন্তর্গত শক্তি এতে প্রকাশিত হয়েছে। পুত্র না থাকায় মনিপুরের রাজা চিত্রবাহন তার একমাত্র কন্যা চিত্রাঙ্গদাকে পুত্রের মতো লালনপালন করেন। একই সঙ্গে নারী ও পুরুষ হিসেবে বেড়ে ওঠা চিত্রাঙ্গদা নানা ঘটনার মধ্য দিয়ে নিজের নারীসত্ত্বাকে আবিষ্কার করে এবং অনুধাবন করে, নারী মানেই কেবল কোমল সৌন্দর্য নয়, পরিপূর্ণ মানবশক্তিতেই তার পরিচয়। নানান নাটকীয় ঘটনার মধ্য দিয়ে রাজকন্যা চিত্রাঙ্গদা সৌন্দর্য আর শক্তির মিলিত রুপে পরিপূর্ণতা লাভ করে।

আগন্তুক সাংস্কৃতিক সংসদ কক্সবাজারে গঠিত একটি সাংস্কৃতিক সংগঠন। ২০২২ সালে সংগঠিত নবীন এই সংগঠনটি পথনাটক, মঞ্চনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নিয়মিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে। এটি কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক অবদান রাখবে বলে বিদ্ধজনের বিশ্বাস। ইতিপূর্বে সংগঠনটি পূর্নেন্দু পত্রীর কাব্যমালা কথোপকথন অবলম্বনে অনন্তকাল ঝিঁ ঝিঁ পোকার মতো শিরোনামে একটি নাটক প্রযোজনা করে এ বছর ফেব্রুয়ারি মাসে। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সেটি প্রদর্শিত হয়। এ ছাড়াও গত আগস্ট মাসে ”শোক থেকে শক্তি’ শিরোনামে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ

ঠাকুরের গান ও কবিতা নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। নতুন প্রযোজনা চিত্রাঙ্গদা নাটকও দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকবে বলে সংগঠনটি আশা করছে। প্রদর্শনীর টিকেট পাওয়া যাবে লাবনী মোড়ের কফিশপ এইট ডেজ আ উইক এ অথবা প্রদর্শনীর আগে পাবলিক লাইব্রেরির কাউন্টারে।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

2 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

2 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago