ঘূর্ণিঝড়ে ঘরের উপর ডেঙে থাকা গাছ কাটতে গিয়ে বনকর্মীদের মারধরে আহত ৫

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে উপড়ে পড়েছে শত শত ঝাউগাছ। এসব ঝাউগাছ উপড়ে পড়ে বিধ্বস্ত করেছে মানুষের ঘর। ঘূর্ণিঝড় পরবর্তী দুদিনেও এসব ঝাউগাছ কেউ না সরালে শেষ পর্যন্ত দুর্গত মানুষরা সরানোর কাজ শুরু করে। কিন্তু এই ঝাউগাছগুলো কেটে সরানোর সময় বনবিভাগের কর্মীদের মারধরে ৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজার পৌরসভার ০১ নং ওয়ার্ডস্থ বাগানপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বাগানপাড়া এলাকার নুরুল হকের ছেলে নুর আলম (২২), নজির আহমদের ছেলে রহিম (২৭), দিল মোহাম্মদের ছেলে নুর আলম (৩৫), দিলদার বেগম (৩২), শফিকা আকতার (২৫)।

নুর আলম (২৪) বলেন, ঘূর্ণিঝড় হামুনের তান্ডবে প্রতিটি ঘরে ৪ থেকে ৫টি ঝাউগাছ উপড়ে পড়েছে। বুধবার সারাদিন অপেক্ষা করেছি, জনপ্রতিনিধিকেও বলেছি। কিন্তু কেউ আসেনি এসব ঝাউগাছ সরানো জন্য। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার নিজেরা অর্থ সংগ্রহ করে মেশিন কিনে ঘরের ওপর উপড়ে পড়া ঝাউগাছগুলো কেটে সরানোর কাজ করছিলাম কয়েকজন মিলে। কিন্তু হঠাৎ বিকেল সাড়ে ৩টার দিকে পোষাকধারি বনবিভাগের ৪ জনসহ মোট ৭ ব্যক্তি কোন কিছু বলেই লাঠি দিয়ে আঘাত করা শুরু করে। এরপর অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি লাঠি দিয়ে এলাকার লোকজনকে আঘাত করতে শুরু করে। এক পর্যায়ে গাছ কাটার মেশিনটি কেড়ে নেয়।

মোহাম্মদ বেলাল হোসেন বলেন, সমিতি পাড়ার বাগান পাড়ায় ২২০টি পরিবার বসবাস করে। এখানে প্রতিটি ঘরে ৪টি অধিক ঝাউগাছ উপড়ে পড়েছে। এতে ঘর ভেঙ্গে যাওয়ার পাশাপাশি মানুষজনের স্বাভাবিক চলাচল করা যাচ্ছে না। একই সঙ্গে বিদ্যুতের তারও ঝুঁকিপূর্ণ রয়েছে। তাই বাধ্য গাছগুলো কেটে সরানো হয়। কিন্তু হোঁট করে বনবিভাগের এমন আচরণ কোনভাবে কাম্য নয়। বিষয়টি ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র মো: মাহাবুবুর রহমান ও বনবিভাগের উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

এব্যাপারে পৌরসভার মেয়র মো: মাহাবুবুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। বনবিভাগ এসব গাছ কেটে সরানো কথা। তা করেনি ২ দিন ধরে। কিন্তু দূর্গত মানুষ নিজের ঘর উপর থাকা গাছ কেটে সরাতে গিয়ে মারধরে শিকার হওয়া দুঃখজনক। বিষয়টি বনবিভাগের কর্মকর্তাকে অবহিত করেছি।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: সারওয়ার আলম বলেন, বিষয়টি শুনেছেন। এব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।

nupa alam

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

23 hours ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

1 day ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

1 day ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

2 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

2 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

2 days ago