সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জনের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মালম্বীর বৃহত্তম শারদীয় দূর্গাপূজা বিজয় দশমীর মধ্যে দিয়ে মঙ্গলবার ২৪ অক্টোবর শেষ হবে। মঙ্গলবার কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত হবে শেষের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান।

যেখানে কক্সবাজার জেলার ১৫১ টি প্রতিমা সহ আশে-পাশের এলাকা থেকে ২ শতাধিক প্রতিমা এনে বিসর্জন করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ।

তিনি জানিয়েছেন, সৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে সম্প্রীতিসভা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জন করা হবে। এই অনুষ্ঠানটি হবে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। যেখানে সম্প্রতি সভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। যার সকল প্রস্তুতি শেষ হয়েছে।

আর এই প্রতিমা বিসর্জন অনুষ্ঠানকে ঘীরে কক্সবাজার সৈকতে ৪ থেকে ৫ লাখ মানুষের সমাগম হওয়ার কথা বলেছেন খোদ ট্যুরিস্ট পুলিশ। সোমবার সকাল ১১ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এক প্রেস বিফ্রিং করেছে ট্যুরিস্ট পুলিশ।

এসময় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান জানান, সনাতন ধর্মাবলম্বীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজার দশমীতে সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন নিয়ে নিরাপত্তা জোরদার সহ ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা বিসর্জন উপলক্ষে ৪ টি স্তরে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। দেশের সর্ববৃহৎ পুজা বিসর্জন স্থল শান্তিপূর্ণ ও আনন্দমুখর রাখতে পোশাকদারির পাশাপাশি সাদা-পোশাকে একাধিক গোয়েন্দা টিম থাকবে। এছাড়া পুরো এলাকা সিসি টিভি ক্যামেরার আওতায় এবং ড্রোন ক্যামরার মাধ্যমে বিসর্জন স্থল সহ আশপাশের এলাকা সার্বক্ষণিক নজরদারী করা হবে।

জিল্লুর রহমান জানান, ইতিমধ্যে যে তথ্য পাওয়া গেছে এবার জেলার বিভিন্ন থানা থেকে ১৯১ টি প্রতিমা বিসর্জন হবে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। এই উপলক্ষে সনাতন ধর্মের লোকজন, স্থানীয় ও পর্যটক সহ প্রায় ৪ থেকে ৫ লাখ লোকের সমাগম ঘটবে।

কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর জানিয়েছেন, জেলায় শান্তিপূর্ণ পরিবেশে শেষ হচ্ছে শারদীয় দূর্গাপূজা। প্রতিমা বিসর্জনও শান্তিপূর্ণভাবে শেষ হবে।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

2 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

2 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago