ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশের সকল মসজিদে ইসরায়লের লাগাতার বর্বর হামলায় নিহত ফিলিস্তিনীদের রুহের মাগফেরাত কামনা করে ও ফিলিস্তিনী জাতির স্বাধীনতার জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে। কোটি কোটি মুসলমান ফিলিস্তিনীদের জন্য কান্নাকাটি করে মোনাজাত করেছেন। বাংলাদেশের অন্য ধর্মের মানুষও ফিলিস্তিনীদের জন্য তাদের ধর্মবিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন। শনিবার রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করার জন্য প্রতি ঘরে,অফিস-আদালতে ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সকলকে চমকে দিয়ে শুক্রবার(২০ অক্টোবর) এক বিবৃতিতে ঢাকার মার্কিন দূতাবাস জানায়,মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিটি নিরপরাধ জীবনের জন্য শোক প্রকাশ করছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শনিবার (২১ অক্টোবর) মার্কিন দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।
গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ কর্মসূচি থেকে কমপক্ষে ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিডিয়ায় প্রকাশিত সংবাদে জানা যায় বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মার্কিন কংগ্রেস ভবনে যুদ্ধবিরোধী এই বিক্ষোভ থেকে আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয়। আন্দোলনকারীদের মধ্যে অনেক প্রগতিশীল ইহুদিও ছিলেন। ইহুদিদের প্রগতিশীল সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে,’ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলতি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়ে মনোযোগ আকর্ষণ করতে আমরা মার্কিন কংগ্রেস ভবন বন্ধ করে দিয়েছি।’ ইসরায়েলী প্রতিরক্ষা বাহিনী অবরুদ্ধ গাজায় ২০ লক্ষাধিক মানুষের ওপর যে গণহত্যা চালাচ্ছে, তা বন্ধ করতে যুদ্ধবিরতি হল প্রথম পদক্ষেপ। তারা ফিলিস্তিনীদের স্বাধীনতার দাবির প্রতি সম্মান জানান এবং কট্টর ইহুদিবাদের বাইরে ইহুদিদের আলাদা কন্ঠকে প্রতিনিধিত্ব করেন।
টানা প্রায় দুই সপ্তাহ ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠি হামাসের সঙ্গে ইসরাইলের ঘোষিত যুদ্ধে সরাসরি ইসরায়লের পক্ষ নিয়ে গাজায় আগ্রাসন চালাতে দ্রæত অস্ত্র সরবরাহের পাশাপাশি যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরীও পাঠিয়েছে পূর্ব ভুমধ্যসাগরে। কিন্তু ইসরায়েলকে অস্ত্র দেওয়ার বিষয়ে গুরুতর আপত্তি জানিয়ে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন বিবেকবান সিনিয়র কর্মকর্তা। তার নাম জোশ পল। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোতে কংগ্রেসনাল ও পাবলিক অ্যাফেয়ার্সের পরিচালক ছিলেন।
অপর সংবাদে জানা যায, ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় বামপন্থী এক সংসদ সদস্যকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। সাময়িক বরখাস্ত হওয়া বিবেকবান ইসরায়েলী এমপির নাম ওফার ক্যাসিফ।
হামাস-ইসরায়েলের ১৪দিনের যুদ্ধে এই পর্যন্ত প্রায় ৪হাজার ফিলিস্তিনী নিহত হয়েছেন, যার মধ্যে ১হাজার ৫২৩জন শিশু ও অন্ততঃ এক হাজার নারী রয়েছেন। ইসরায়েলে নিহত হয়েছেন ১হাজার ৪০৩জন। মোট নিহত প্রায় ৭ হাজার এবং আহত হয়েছেন প্রায় ১৭ হাজার। নিরীহ মানুষ হত্যা বন্ধের জন্য জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তবের কিরুদ্ধে যুক্তরাষ্ট্র দুইবার ভোটো দিয়েছে। যুক্তরাষ্ট্র মানুষ হত্যা অব্যাহত রাখার জন্য ইসরায়েলকে দ্রæত অস্ত্র দিচ্ছে, সাহস ও উৎসাহ দেওয়ার জন্য বিমানবাহী রণতরী পাঠিয়েছে। যুদ্ধবিরতির প্রচেষ্টায় ভেটো দিয়েছে। আবার ইসরায়েলী আক্রমণে নিহত ফিলিস্তিনীদের জন্য শোক প্রকাশের জন্য ঢাকার মার্কিন দূতাবাসে পতাকা অর্ধনমিত রেখেছে।
রোহিঙ্গা গণহত্যার ব্যাপারে জাতিসংঘে মিয়ানমারের সেনা শাসকদের বিরুদ্ধে যে কোন প্রস্তাবের পক্ষে যুক্তরাষ্ট থাকলেও ভেটো দেয় চীন-রাশিয়া। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ গাজায় ইসরায়েলের গণহত্যা অবিলম্বে বন্ধ চায় এবং মিয়ানমারে সেনা শাসকদের গণহত্যা বন্ধ করে প্রতিবেশী দেশে ও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রæত তাদের মাতৃভমিতে প্রত্যাবাসন চাই।
হামাস ইসরায়েলী নাগরিক হত্যা করলে তা যদি সন্ত্রাসী কাজ হয়,ইসরায়েল সারা বছর বিভিন্ন অজুহাতে ফিলিস্তিনী নাগরিক হত্যা করলে, বিশেষ করে গত ১৪ দিনে নির্বিচারে গাজায় হাসপাতাল সহ আবাসিক ভবনে বিমান হামলা চলিয়ে নারী শিশু সহ ৪ হাজার নিরীহ মানুষ হত্যা করলে ইসরায়েলী সরকার সন্ত্রাসী হয় না কেন? শুধু ইসরায়েলীদের আত্মরক্ষার অধিকার আছে,ফিলিস্তিনীদের মানবাধিকার তথা বাঁচার অধিকার থাকবে না কেন? এ চোখা পশ্চিমা সরকারগুলোর এ কেমন বিচার বিবেচনা?
লেখক : একাধিক গ্রন্থের প্রণেতা; সাবেক পিপি ও সাবেক সভাপতি কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।
নিজস্ব প্রতিবেদক : রামুতে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় পথচারি এক বৃদ্ধ নিহত। মঙ্গলবার সকাল সাড়ে…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরের খুরুশকুল থেকে ২টি দেশীয় তৈরী এলজি ও ৫ রাউন্ড কার্তুজ…
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার অর্থায়নে কক্সবাজারে নির্মিতব্য বাফুফে এর টেকনিক্যাল সেন্টারের…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের সেন্টমাটিনের সমুদ্র সৈকতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে এসেছে। তার আনুমানিক…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে মেরিন ড্রাইভে কাজ করার সময় মোটর সাইকেলের ধাক্কায় এক সার্ভেয়ার নিহত…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে সমুদ্র সৈকত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।…