রামু প্রতিবেদক : রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড়ের দক্ষিণ পাড়া এলাকায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে ১ জন।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যুবক মোঃ মিজানুর রহমান (২৪)। সে স্থানীয় মোঃ কাসেমের ছেলে। গুলিবিদ্ধ মিজানুর রহমানকে প্রথমে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা।
শুত্রুবার রাত ৮ টার দিকে ঘটনাটি ঘটেছে।
আহত মোঃ মিজানুর রহমান জানায়, সে প্রতিদিনকার ন্যায় কচ্ছপিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড়ের দক্ষিণ পাড়ায় আবু তালেবে বাড়ির সামনে ছিল। সন্ধ্যায় ৭:৪৫ টা সময়। দক্ষিণ পাড়া থেকে এলাকায় বহুল পরিচিত সন্ত্রাসী গ্রুপের নেতৃত্বে ৮/৯ টি মোটরসাইকেল নিয়ে ১৬/১৭ জন যুবক স্বশস্ত্র অবস্থায় এসে তার উপর গুলি চালাতে থাকে। পরপর ৫ রাউন্ড গুলি বর্ষণ করলেও তার গায়ে লাগে ১ টি। এ সময় তাকে বেধরক মারধরের পর মৃত ভেবে ফেলে যায় চলে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় এবং স্বজনরা তাকে উদ্বার করে।
অপর দিকে স্বজনদের দাবি, মোঃ মিজানুর রহমানকে ফেলে রেখে অপহরণের চেষ্টা করে ঐ দলটি। অবস্থা বেগতিক দেখে পাড়ার স্থানীয়রা এসে তাদের গতিরোধ করে মিজানুর রহমানকে উদ্ধার করে নিয়ে যায়। পরে সোহেলের খোঁজে কচ্ছপিয়া এলাকায় থেকে পার হয় অস্ত্রধারী।
এ বিষয়ে রামু থানাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মো: সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যান। ঘটনায় জড়িত লোকজনকে খোঁজা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…